শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ওলামা লীগের মিছিল দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার ওলামা লীগের বিশাল মিছিল” শীর্ষক দাবিতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবার ওলামা লীগের বিশাল মিছিল’ শিরোনামে যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ওলামা লীগের ব্যানারে এমন কোনো মিছিলও অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, গত ৫ সেপ্টেম্বর চারটি ইস্যুতে বরিশালে ইসলামী ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে থাকা ব্যানারের ছবি পরিবর্তন করে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ ৮ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্য গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্টের সাথে যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

অর্থাৎ, যমুনা টিভির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

পরবর্তীতে, উক্ত ফটোকার্ডে থাকা ছবির বিষয়ে অনুসন্ধানেদৈনিক নয়া দিগন্তের ওয়েবসাইটে গত ৫ সেপ্টেম্বর “ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ-সমাবেশ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে তবে ব্যানারের বাম পাশে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো ও ডান পাশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, সজিব ওয়াজেদ জয়ের ছবির পরিবর্তে সমাবেশ স্থানের নাম দেখা যায়। অর্থাৎ ছাত্রশিবিরের এই মিছিলের ব্যানারের ছবি পরিবর্তন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা। বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে এক সমাবেশে মিলিত হয়। মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সুতরাং, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবার ওলামা লীগের বিশাল মিছিল’ শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img