রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। গত ২৯ জানুয়ারি বিকেল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। এরই প্রেক্ষিতে ‘খেয়ে খেয়ে পালা বদল করে আমরণ অনশনে বসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগো সম্বলিত ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘খেয়ে খেয়ে পালা বদল করে আমরণ অনশনে বসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দ্য ডেইলি ক্যাম্পাস এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৩০ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়।

পরবর্তীতে দ্য ডেইলি ক্যাম্পাস এর ওয়েবসাইট এবং অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘খেয়ে খেয়ে পালা বদল করে আমরণ অনশনে বসছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।’ শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis