৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ দাবিতে ঢাকা পোস্টের নামে নকল ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ’ শীর্ষক শিরোনামে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ’ শীর্ষক শিরোনামে ঢাকা পোস্ট কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ঢাকা পোস্টের ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি ফটোকার্ড প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কথিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ঢাকা পোস্ট এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ জুলাই, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্রে ঢাকা পোস্ট এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক গ্রুপে ২০২৪ সালের ১৬ জুলাই ‘দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner

শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ঢাকা পোস্ট এর এই ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ‘ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ’ শীর্ষক শিরোনামে ঢাকা পোস্ট এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img