২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনকে ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে গত বছরের ১৬ আগস্ট প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি)। অতঃপর সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) গত ১২ ফেব্রুয়ারি জেনেভা থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিস্তারিত তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে৷ এরই প্রেক্ষিতে সম্প্রতি, ‘জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথাকথিত সংবাদ সম্মেলন ও বিবৃতির প্রতিবাদলিপি’ শীর্ষক একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই-আগস্টের আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ঘিরে এরূপ কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং, মনগড়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের নামে আলোচিত এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করলে দেখা যায়, এতে তারিখ হিসেবে ১৩ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রচার করে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের প্রমাণ মেলেনি। বরং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিগুলোর ফন্ট ও লেখার ডিজাইনের সাথেও আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়।

বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পাওয়া না গেলেও গত ১৪ ফেব্রুয়ারি “খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের অনুরোধে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের পক্ষপাতদুষ্টু প্রতিবেদন প্রত্যাখান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি” শিরোনামে একটি পোস্ট পাওয়া যায়। উক্ত বিবৃতিটি পর্যবেক্ষণ করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিতে থাকা তথ্যের মিল পাওয়া যায়নি।
সুতরাং, “জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথাকথিত সংবাদ সম্মেলন ও বিবৃতির প্রতিবাদলিপি” শীর্ষক শিরোনামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bangladesh Awami League – Facebook Post
- Rumor Scanner’s own analysis