পৃথিবীর সবচেয়ে কালো মানুষ দাবিতে প্রচারিত ছবির এই ব্যক্তি আদতে কালো নন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন ব্যক্তির কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, উক্ত ব্যক্তি বিশ্বের সবচেয়ে কালো মানুষ। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিশ্বের সবচেয়ে কালো মানুষ দাবিতে প্রচারিত ছবির উক্ত ব্যক্তি আদতে কালো নয়, বরং তিনি নিজের শরীরে মেকআপ বা কালো রঙ মাখিয়ে কালো রঙ ধারণ করে থাকেন।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে স্টক ইমেজ বিষয়ক ভিজ্যুয়াল মিডিয়া কোম্পানি ও সরবরাহকারী গেটি ইমেজে উক্ত ব্যক্তির এ বছরের একটি ছবি পাওয়া যায়। ছবিটির বর্ণনা পড়ে জানা যায়, তিনি তুরস্ক ফুটবল দলের একজন ভক্ত এবং ফুটবল টুর্নামেন্ট ইউরো দেখতে তিনি মাঠেও উপস্থিত থাকেন। পাশাপাশি, এ বছর ইউরো টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ উপভোগ করাকালীন সময়ে ধারণকৃত তার আরেকটি ছবি ব্রিটিশ ফটোগ্রাফি এজেন্সি এলামি’তে পাওয়া যায়। উক্ত ছবিটির বর্ণনা থেকে জানা যায়, তার নাম Necdet Olcerman. 

Screenshot : Alamy

এরই সূত্র ধরে অনুসন্ধান করলে তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে একটি ছবিতে তার মুখ কালো রঙের থাকলেও তার হাত সাদা বা ফর্সা রঙের দেখতে পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

অধিকতর অনুসন্ধান করলে তার ফেসবুক অ্যাকাউন্টটিও খুঁজে পাওয়া যায়। তার ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে প্রায় সাত বছর পূর্বে তার একটি ছবি তার ফেসবুক স্টোরিতে শেয়ার করতে দেখা যায়। উক্ত ছবিতে তার মুখ কালো রঙের থাকলেও তার হাত সাদা বা ফর্সা দেখা যায়। 

Screenshot : Facebook

তাছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ সেপ্টেম্বর তারিখে তাকে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। ভিডিওটিতে তাকে কালো রঙ মাখতে দেখা যায়। ভিডিওটির এক পর্যায়ে তার ঘাড় সাদা বা ফর্সা দেখা যায় এবং ঘাড়ে রঙ মেখে কালো রঙের বানাতেও দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, তার মেকআপ করতে দুই ঘন্টা সময় লাগে। অর্থাৎ, তিনি নিজেই জানিয়েছেন, তার মুখের এমন বেশ মূলত মেকআপের কারণেই হয়েছে। 

Comparison : Rumor Scanner

পাশাপাশি তার সম্পর্কে DenizliYeniOlay নামক তুর্কি একটি সংবাদমাধ্যমে প্রচারিত একটি সংবাদ পাওয়া যায়। সংবাদটি পড়ে জানা যায়, তিনি তার মুখে কালো রঙ মেখে কালো বানিয়ে থাকেন এবং তার চুল ও দাড়িতে সাদা রঙ মেখে থাকেন।

সুতরাং, আলোচিত ছবির ব্যক্তি পৃথিবীর সবচেয়ে কালো মানুষ মর্মে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img