প্রথম আলোর ভুয়া ফটোকার্ডে রুহুল কবির রিজভীর নামে বানোয়াট মন্তব্য প্রচার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৭ জুলাই  “সরকারকে বেকায়দায় ফেলতেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের লোক ঢুকিয়েছে,এখন সরকার ছুটি দিয়েছে আমাদের লোকগুলো কাদের ঘাড়ে পা দিয়ে সন্ত্রাস করবে? – রুহুল কবির রিজভী” শীর্ষক শিরোনামে প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

প্রথম আলো

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “সরকারকে বেকায়দায় ফেলতেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের লোক ঢুকিয়েছে,এখন সরকার ছুটি দিয়েছে আমাদের লোকগুলো কাদের ঘাড়ে পা দিয়ে সন্ত্রাস করবে? – রুহুল কবির রিজভী” শিরোনাম বা তথ্যে প্রথম আলো কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রথম আলোর লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষনে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলো’র লোগো থাকলেও এটি প্রকাশের তারিখ উল্লেখ করা নেই। উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সাথে প্রথম আলো’র পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল নেই। এছাড়াও, প্রচারিত ফটোকার্ডে প্রথম আলোর নাম ‘প্রথম আলো ২’ ও ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ‘prothomalo.২.com’ দেয়া রয়েছে যা সঠিক নয় এবং আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলো’র সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্য পরিলক্ষিত হয়।

Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি নকল জানিয়ে গত ১৭ জুলাই প্রথম আলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়।

এছাড়া, আলোচ্য দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

মূলত, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “সরকারকে বেকায়দায় ফেলতেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের লোক ঢুকিয়েছে,এখন সরকার ছুটি দিয়েছে আমাদের লোকগুলো কাদের ঘাড়ে পা দিয়ে সন্ত্রাস করবে? – রুহুল কবির রিজভী” শীর্ষক শিরোনামে প্রথম আলো’র লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো কিংবা অন্য কোনো গণমাধ্যম এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ফটোকার্ডটি নকল বলে প্রথম আলোর পক্ষ থেকেই জানানো হয়েছে।

সুতরাং, “সরকারকে বেকায়দায় ফেলতেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের লোক ঢুকিয়েছে,এখন সরকার ছুটি দিয়েছে আমাদের লোকগুলো কাদের ঘাড়ে পা দিয়ে সন্ত্রাস করবে? – রুহুল কবির রিজভী” শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রথম আলো’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img