সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও রাজ্যসভা সদস্য রঞ্জন গগৈ করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন এমন খবর প্রকাশ করে বাংলাদেশের বেশ কয়েকটি মূলধারা সংবাদমাধ্যম। সেখানে সূত্র হিসেবে ভারতীয় গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়। সংবাদপ্রতিদিন নামক ভারতীয় অনলাইন পোর্টালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলেও পরবর্তীতে তারা একই প্রতিবেদনের শিরোনাম বদলে ফেলে।
“বার অ্যান বেঞ্চ” তাঁদের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়েছে অসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ বিষয়ে নিশ্চিত করেছেন যে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সত্যি নয়। তাছাড়া ওয়ানইন্ডিয়াকে তার পরিবার জানিয়েছেন, রঞ্জন গগৈ সুস্থ আছেন। জি নিউজ ইন্ডিয়াও তার আক্রান্ত হওয়ার খবরটি গুজব চিহ্নিত করে প্রতিবেদন করেছে।
অর্থাৎ সাবেক বিচারপতি রঞ্জন গগৈ এর করোনা আক্রান্ত হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব।
[su_box title=”Summary” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: করোনা আক্রান্ত হলেন বাবরি মসজিদ মামলার রায় দেওয়া বিচারপতি
- Claimed By: News Portal
- Fact Check: False
[/su_box]
Discussion about this post