শুক্রবার, মে 23, 2025

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল বানিজ্যের অভিযোগ দাবিতে কালবেলা ও একাত্তর টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘সাবেক আওয়ামিলীগ নেতা বর্তমান বিএনপি খিলক্ষেত নিকুঞ্জ-০২ এর প্রকাশ্য চাঁদাবাজি ও প্লট দখল বাণিজ্য মাসিক আয় ২২ লক্ষ টাকা।’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড এবং ‘খিলক্ষেত নিকুঞ্জ-০২ এর প্রকাশ্যে চাঁদাবাজি, জমি দখল, আরাম-আয়েশের জীবনযাপন, সাবেক আ.লীগ নেতা থেকে এখন বিএনপির চাঁদা তোলার ক্যাশিয়ার এমদাদুল ইসলাম বাবু (ওরফে মার্কিন বাবু)’ শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

কালবেলার ফটোকার্ড যুক্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

একাত্তর টিভির ফটোকার্ড যুক্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল বানিজ্যের অভিযোগ দাবিতে কালবেলা বা একাত্তর টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত, গণমাধ্যম দুটির ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

কালবেলার ফটোকার্ড যাচাই 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। 

উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উল্লিখিত তারিখে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, কালবেলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

তবে, কালবেলার ফেসবুক পেজে গত ২৮ এপ্রিল এক পোস্টে জানানো হয়, এটি একটি ভুয়া কার্ড। 

পরবর্তী অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যমে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

একাত্তর টিভির ফটোকার্ড যাচাই 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৫ উল্লেখ করা হয়েছে।  

উক্ত তথ্যের সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উল্লিখিত তারিখে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner 

অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

অন্যদিকে, Amdadul Islam Babu নামক ফেসবুক প্রোফাইলে থেকে গত ২৮ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে আলোচিত ফটোকার্ড দুটির ছবি যুক্ত করে বলা হয়, তার ছবি ব্যবহার করে ভুয়া ফটোকার্ড বানিয়ে চাঁদাবাজি, দখল বানিজ্যের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে একটি মহল। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু তিনি ২০০৭ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং আছেন। 

Screenshot: Facebook 

সুতরাং, বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল বানিজ্যের অভিযোগ দাবিতে কালবেলা ও একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img