‘সাদিক কায়েম ভোট চোর’ লেখা দেয়ালিকার ছবিটি সম্পাদিত 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা ‘সাদেক কায়েম ভোট চোর’ লেখা দেয়ালিকা এঁকেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ‘চৈত্র সংক্রান্তি’ লেখা একটি দেয়ালিকার ছবি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ২০১৭ সালের ১৩ এপ্রিল অনলাইন পোর্টাল রাইজিংবিডিতে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটির আসল সংস্করণ পাওয়া গেছে। দুটি ছবির পটভূমি ও প্রেক্ষাপট একই হলেও দেয়ালিকার লেখায় পার্থক্য রয়েছে। আসল ছবির দেয়ালিকায় ‘চৈত্র সংক্রান্তি’ লেখা আছে। একই দিনে ঢাকা টাইমস পোর্টালেও ছবিটি প্রকাশিত হয়েছিল।

Comparison: Rumor Scanner. 

এছাড়া, বিভিন্ন সময়ে চৈত্র সংক্রান্তি সম্পর্কিত গণমাধ্যমের প্রতিবেদনেও (২০২৫,২০২২,২০২০) এই ছবির ব্যবহার লক্ষ্য করা গেছে।

এদিকে, সম্প্রতি ঢাবি প্রাঙ্গণে ‘সাদেক কায়েম ভোট চোর’ লেখা কোনো দেয়ালিকা আঁকার তথ্য গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও একই ছবিতে ‘শেখ হাসিনা ভোট চোর’ লেখা যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে রিউমর স্ক্যানার টিম সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

সুতরাং, ঢাবি প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা ‘সাদেক কায়েম ভোট চোর’ লেখা দেয়ালিকা এঁকেছেন দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img