চৈত্র সংক্রান্তির দেয়ালিকা এডিট করে শেখ হাসিনা ভোট চোর লেখা যুক্ত করে প্রচার

সম্প্রতি “শেখ হাসিনা ভোট চোর” শীর্ষক লেখা সম্বলিত একটি দেয়ালিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।


ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধান দেখা যায়, আলোচিত ছবিটি মূলত এডিটেড অর্থাৎ মূল ছবিটি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, মূলধারার গণমাধ্যম ‘Independent Television’ এর ওয়েবসাইটে গত ১৩ এপ্রিলে “বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Independent TV website

পাশাপাশি, অনলাইন নিউজ পোর্টাল ‘Risingbd.com’ এর ইংরেজি সংস্করণে ২০১৭ সালের ১৩ এপ্রিলে “Chaitra Sankranti today” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Risingbd website

তাছাড়া, ‘Kazi Saif Uddin’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী কর্তৃক ২০২০ সালের ১৩ এপ্রিলে “আজ চৈত্র সংক্রান্তী, বাংলা বর্ষের শেষ দিন” শীর্ষক শিরোনামে ভিন্ন দুইটি ফেসবুক গ্রুপে করা পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, ‘চৈত্র সংক্রান্তি’ লিখা সম্বলিত একটি দেয়ালিকা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সূক্ষ্মভাবে বিকৃত করে এতে “শেখ হাসিনা ভোট চোর” শীর্ষক একটি লিখা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

চৈত্র

উল্লেখ্য, বাংলা বর্ষের শেষ দিন বা পহেলা বৈশাখের আগের দিনকে চৈত্র সংক্রান্তি বলা হয়। এই দিনে চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠান-উৎসব পালন করা হয়ে থাকে।

প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও একইভাবে ছবি এডিট/বিকৃত করে ছড়ানো একাধিক গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর পদ্মা সেতু পরিদর্শন সময়ের ছবিকে বিকৃত করে প্রচার

মদের দোকানের সাইনবোর্ডে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিটি এডিটেড

সুতরাং, একটি দেয়ালিকায় থাকা ‘চৈত্র সংক্রান্তি’ লিখাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে এতে “শেখ হাসিনা ভোট চোর” শীর্ষক একটি লিখা সংযুক্ত করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: শেখ হাসিনা ভোট চোর
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Independent Television – বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ 
  2. Risingbd – Chaitra Sankranti today
  3. Kazi Saif Uddin on Facebook – https://www.facebook.com/groups/1371231502959874/permalink/2874926635923679/
  4. Kazi Saif Uddin on Facebook – https://www.facebook.com/groups/2216118601780042/permalink/3099018860156674/
  5. Jagonews24 – চৈত্র সংক্রান্তি আজ

আরও পড়ুন

spot_img