সম্প্রতি, “’৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই ছিল জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত’- জামায়াতের আমির” শীর্ষক শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম এখন টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “’৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই ছিল জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত’- জামায়াতের আমির” শীর্ষক তথ্যে বা শিরোনামে এখন টিভির কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এখন টিভির ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে এখন টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে এখন টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ‘’৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই ছিল জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত’- জামায়াতের আমির’ শীর্ষক শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, এখন টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ৩ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “’ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না’-জামায়াত আমির” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে।
অর্থাৎ, এখন টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই ছিল জামাত ইসলামের সঠিক সিদ্ধান্ত- জামায়াতের আমির” শীর্ষক শিরোনামে এখন টিভির নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekhon TV: Facebook Post
- Ekhon TV: Website
- Ekhon TV: Youtube