শুক্রবার, মে 23, 2025

এনসিপিতে এক গাদা সমকামীর জায়গা হলেও জুলাইয়ের আহতদের জায়গা হয়নি শীর্ষক মন্তব্য করেননি খালেদ মুহিউদ্দীন

সম্প্রতি প্রবাসী সাংবাদিক ও ইউটিউবে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে চ্যানেলের টক শো উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “জুলাইয়ে হাজারো প্রাণের বিনিময়ে নাহিদরা NCP নামক একটি দল খুলল। দলের চেতনা দিল জুলাই, অথচ জুলাইয়ের আহতরা চিকিৎসার দাবিতে শাহবাগে আন্দোলন করতে হচ্ছে-নেই শুধু চেতনাধারীরা। NCP দলে এক গাদা সমকামী জায়গা হলেও জুলাইয়ের কোনো আহতের জায়গা হয়নি।” শীর্ষক দাবি প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদ মুহিউদ্দীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে এ সংক্রান্ত ফটোকার্ডে খাম্বারকেল্লা নামে একটি লোগোর সূত্রে একই নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। অন্তত ১৪ মে থেকে এই দাবিটি এই পেজের সূত্রে প্রচার হয়ে আসছিল। তবে পেজটি বর্তমানে সচল পাওয়া যায়নি। 

খালেদ মুহিউদ্দীন ইউটিউবে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ নামে একটি চ্যানেলে নিয়মিত টক শো উপস্থাপনা করেন। তার টক শোতে রাজনৈতিক নানা আলোচনা হলেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। 

জনাব খালেদ মুহিউদ্দীন এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে তার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এমন কোনো মন্তব্য আমি করিনি।”

সুতরাং, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন আমি NCP দলে এক গাদা সমকামী জায়গা হলেও জুলাইয়ের কোনো আহতের জায়গা হয়নি শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement from Khaled Muhiuddin

আরও পড়ুন

spot_img