‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ এমন কথা বলেননি বেলজিয়ামের মন্ত্রী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বললেন বেলজিয়ামের উন্নয়ন সমবায় মন্ত্রী। ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রীর সাথে এক বৈঠকে তিনি এই দাবি করেন”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে ৮০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৯ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে বা বেলজিয়ামের কোনো মন্ত্রী প্রকাশ্য কোনো মন্তব্যে কোথাও শেখ হাসিনাকে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেননি। তাছাড়া, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে ভিডিওটিতে ফরাসি রাষ্ট্রদূত Jean David Levitte ছিলেন, বেলজিয়ামের কোনো মন্ত্রী নন। 

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবি পর্যবেক্ষণ করলে তাতে একটি ভিডিও সংযুক্ত করে প্রচার করতে দেখা যায়। ভিডিওটিতে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ভিন্ন একজন ব্যক্তির আলোচনা করতে দেখা যায়। উক্ত ভিডিওটিতে আলোচনা করা কথাগুলোতে কোথাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা শেখ হাসিনার উল্লেখ পাওয়া যায়নি। বরং, ব্রিকস নামে সংগঠন তৈরির পিছনে উদ্দেশ্য ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে দেখা যায়।

ভিডিওর একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের ইউটিউব চ্যানেল একই দৈর্ঘ্যের প্রচারিত মূল ভিডিওটি পাওয়া যায়৷ কিন্তু, সেই ভিডিওটির শিরোনাম বা বর্ণনাতেও আলোচিত দাবিটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

Comparison : Rumor Scanner

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য বা গণমাধ্যম সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

তাছাড়া, আলোচিত বৈঠকের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি, হিন্দুস্তান টাইমসসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে আলোচনা করা উক্ত ব্যক্তি ফরাসি কূটনীতিক ও রাষ্ট্রদূত জিন ডেভিড লেভিট। অপরদিকে, বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা বা সমবায় মন্ত্রী হলেন ক্যারোলিন গেনেজ।

Comparison : Rumor Scanner

সুতরাং, শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বললেন বেলজিয়ামের উন্নয়ন সমবায় মন্ত্রী শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img