স্কুলছাত্রীকে ষাটোর্ধ্ব দপ্তরির বিয়ের দাবিটি ভুয়া 

সম্প্রতি ‘চাচায় কামডা করছে কি.!’ ক্যাপশনে স্কুলছাত্রীকে ষাটোর্ধ্ব দপ্তরির বিয়ে করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে৷ যেখানে দেখানো হচ্ছে একজন বালিকা এবং বয়স্ক পুরুষ পাশাপাশি বসে আছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি কোনো স্কুলছাত্রীকে দপ্তরী বিয়ে করার নয় বরং, এটি বিনোদনের উদ্দেশ্যে বানানো একটি ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Mkd Cd Tv’ নামে একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি গত ২৬ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

Comparison: rumor scanner

Mkd Cd Tv ফেসবুক পেজটি পর্যালোচনা করে দেখা যায়, পেজটি বিভিন্ন প্রেক্ষাপটের ভিডিও বানিয়ে তারা আপলোড করে থাকে। প্রচারিত ভিডিওর মেয়েকেও একাধিক কন্টেন্ট এ অভিনয় করতে দেখা যায়। 

Collage: rumor scanner 

উল্লেখ্য, Mkd Cd Tv এর ইউটিউব চ্যানেলেও একই ধারার বিনোদনমূলক ভিডিও আপলোড করতে দেখা যায়। 

তাছাড়া, স্কুলছাত্রীকে ষাটোর্ধ্ব দপ্তরির বিয়ে বিষয়ক কোনো তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। 

সুতরাং, স্কুলছাত্রীকে ষাটোর্ধ্ব দপ্তরির বিয়ের ভিডিও দাবিতে বিনোদনের উদ্দেশ্যে বানানো ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র


আরও পড়ুন

spot_img