সম্প্রতি প্রখ্যাত লোকসংগীত শিল্পী নীনা হামিদ মারা গেছেন দাবিতে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লোকসংগীত শিল্পী নীনা হামিদ মারা যাননি বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রাচার করা হচ্ছে।
অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, নীনা হামিদ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন। শিল্পীর ছেলে সুমন মাহমুদ প্রথম আলোকে বলেন, “আম্মা ভালো আছেন। আমিও দেখলাম, কে যেন ফেসবুকে আম্মার মৃত্যুর খবর নিয়ে পোস্ট দিয়েছে। এটা পুরোপুরি গুজব।”
এছাড়াও ফেসবুকে গায়িকা দিনাত জাহান মুন্নী এক পোস্টে জানান, নীনা হামিদের বোনের ছেলে সাইরাজ আলতাফ সাশার বরাতে নীনা হামিদ ভালো আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সুতরাং, লোকসংগীত শিল্পী নীনা হামিদ মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।