সম্প্রতি, “একবার একজন টিটিই যিনি মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী ট্রেনে ডিউটিতে ছিলেন, তিনি একটি মেয়েকে ধরেছিলেন যে একটি সিটের নীচে লুকিয়ে ছিল। তার বয়স ছিল প্রায় 13 বা 14 বছর। টিটিই মেয়েটিকে তার টিকিট দেখাতে বলে। মেয়েটি ইতস্তত করে উত্তর দিল যে, তাঁর কাছে টিকিট নেই। TTE মেয়েটিকে অবিলম্বে ট্রেন থেকে নামতে বলে। “অক্ষতা মূর্তি” এই দম্পতির মেয়ে, (যাঁর বাবা দুনিয়া কাঁপানো সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের কর্ণধার নারায়ণ মুর্তি এবং মা অনাথ আশ্রমে প্রতিপালিত চিত্রা, পরে নাম হয় সুধা মুর্তি) তিনি “ঋষি সুনাককে” বিয়ে করেছেন যিনি সম্প্রতি বৃটেনের প্রধানমন্ত্রী হয়েছেন।” শীর্ষক শিরোনামে একটি তথ্য ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ী সুধা মূর্তির জীবনের গল্প দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঋষি সুনাকের শাশুড়ী সুধা মূর্তির জীবনের গল্প দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং ভারতের সম্মানসূচক পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত সুধা মূর্তির লেখা একটি গল্পের অংশ এটি।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে, ভারতীয় সংবাদমাধ্যম ‘DNA India’ এর ওয়েবসাইটে চলতি বছরের ১লা নভেম্বরে “Meet Sudha Murty, mother-in-law of UK PM Rishi Sunak: Net worth of Narayana Murthy’s wife stands at Rs 775 crore” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে ইনফোসিসের প্রতিষ্ঠাতা ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি এবং তার শাশুড়ি সুধা মূর্তি ভারতের সবচেয়ে ধনী জুটিদের মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়।
পরবর্তীতে সুধা মূর্তির ব্যাপারে বিস্তারিত অনুসন্ধানে, ‘Leverage Edu’ নামের একটি ব্লগ ওয়েবসাইটে “Sudha Murthy” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত লেখিকা ও উদ্যোক্তা সুধা মূর্তির সম্পর্কে বিস্তারিত জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত গল্পটির উৎস যাচাইয়ে বুকসেলার ওয়েবসাইট ‘Penguin’ এ “Love on a Train” বইটি সম্পর্কে জানা যায়।
বইটির রিভিউ অংশ থেকে জানা যায়, “সুধা মূর্তি অন্বেষণ করেছেন কিভাবে এক মুহূর্ত উদারতা পুরো জীবনকে বদলে দিতে পারে। বিনা টিকিটে ট্রেনে একা একা অসহায় মেয়ে ছিল ‘চিত্রা’। গভীর রাতে একটি মেয়েকে রেলস্টেশনে একা রেখে যাওয়া সুধা সহ্য করতে পারেনি। সে কি করতে পারে? একটি মেয়ে শিশুর জীবনের জন্য একজন মহিলা কতটা দায়িত্ব নিতে পারে? সুধা মূর্তি নিঃস্বার্থ, ছোট ক্রিয়াকলাপের কোমলতা এবং কীভাবে একজন একক ব্যক্তি বিশ্বের সমস্ত পার্থক্য তৈরি করতে পারে তা নিপুণভাবে অন্বেষণ করেন।” (অনুবাদিত)
অর্থাৎ, এই গল্পের মাধ্যমে সুধা মূর্তি দেখা বোঝাতে চেয়েছেন, কিভাবে কোমলতা ও উদারতা দিয়ে ছোট ছোট কাজের মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। ‘চিত্রা’ নামের উল্লিখিত চরিত্র দ্বারা তিনি (সুধা মূর্তি) এই গল্পের অবতারণা করেছেন।
এছাড়াও, অ্যামেরিকান সোস্যাল ক্যাটালগিং ওয়েবসাইট ‘Good Reads’ এও সুধা মূর্তির লেখা “Love on a Train” বইটির রিভিউ খুঁজে পাওয়া যায়।
মুলত, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি, ভারতের সম্মানজনক পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত লেখিকা ও উদ্যোক্তা সুধা মূর্তি “Love on a Train” নামে একটি বই লিখেন। উক্ত বইয়ে ‘চিত্রা’ নামক চরিত্রের মাধ্যমে ট্রেনের একটি ঘটনার অবতারণা করে তিনি বোঝাতে চেয়েছেন, কিভাবে কোমলতা ও উদারতা দিয়ে ছোট ছোট কাজের মাধ্যমে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব। তার (সুধা মূর্তির) গল্পের ‘চিত্রা’ চরিত্র নিয়ে লেখা বইয়ের গল্পকে ‘সুধা মূর্তির শৈশবের গল্প’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির সঙ্গে ঋষি সুনাকের বিয়ে হয় এবং এই দম্পতির দুইটি সন্তান আছে বলেও জানা যায়।
আরো পড়ুনঃ Fact Check: চিতা-হরিণের ভাইরাল ছবিটির শিরোনামের গল্পটি ভুয়া
সুতরাং, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির লেখা একটি বইয়ের গল্পকে ‘সুধা মূর্তির শৈশবের গল্প’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DNA India: Meet Sudha Murty, mother-in-law of UK PM Rishi Sunak: Net worth of Narayana Murthy’s wife stands at Rs 775 crore
- Leverage Edu Website: Sudha Murthy
- Penguin Website: Love on a Train
- Good Reads Website: Love on a Train
- BBC Website: ঋষি সুনাক: এক মধ্যবিত্ত ভারতীয় পরিবার থেকে যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে উত্থান