সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ‘সমগ্র বাংলাদেশ কমিটির প্রসঙ্গে’ বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দাবিতে একটি প্রেস রিলিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জানানো হয়, সমগ্র বাংলাদেশে ওয়ার্ড থেকে ইউনিয়ন, থানা ও জেলা কমিটি করতে হবে। কেন্দ্রীয়, জেলা, থানায় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও ইউনিয়নে এইচ.এস.সি এবং ওয়ার্ডে এস.এস.সি পাস জেলখাটা ত্যাগীরা পদ পাবে। প্রতিটি কমিটিতে ১০০% জেলখাটা ত্যাগীরা থাকতে হবে এবং প্রকৃত বিএনপিরাও কমিটিতে থাকবে। কমিটি করার সময় কেন্দ্রীয় নেতা ও বিশেষ ক্ষমতায় জেলখাটা ত্যাগীদের ডাকতে হবে ও জানাতে হবে। কোন কমিটিতে আওয়ামী, নব বিএনপি, বিদেশ থেকে আসা ও বিতর্কিত আওয়ামী সমর্থিত ফেইস বুকে ছবি আছে, আওয়ামীলীগ নেতা-কর্মীর সাথে ছবি আছে, যাদের বয়স ৬৫ উপরে তারা কোন ক্রমে কমিটিতে আসবে না। কমিটি সম্পর্কে কোন অভিযোগ থাকলে কেন্দ্রীয় দপ্তর অথবা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতির কাছে অভিযোগ দাখিল করা যাবে। কেন্দ্রীয় দপ্তর/ফোরাম সভাপতি ইচ্ছা করলে অভিযুক্ত ঐ কমিটি রাখতে/বাতিল/ সংযোজন করতে পারবে। দায়িত্বশীলরা বোর্ড গঠন করে খসরা কমিটির দায়িত্ব দিতে পারবে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমগ্র বাংলাদেশ কমিটির প্রসঙ্গে ঘোষণা দিয়ে বিএনপি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বরং এই প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে দলটি।
এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে এটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ ডিসেম্বর ২০২৪ এর উল্লেখ পাওয়া যায়। উক্ত তারিখের সূত্র ধরে বিএনপির দুটি ভেরিফাইড ফেসবুক পেজ Bangladesh Nationalist Party-BNP ও BNP Media Cell যাচাই করে ০৩ ডিসেম্বর তারিখে প্রকাশিত এ সংক্রান্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি৷
তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷
তবে, গত ০৮ ডিসেম্বর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে জানানো হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে এবং প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়৷
সুতরাং, বিএনপির ‘সমগ্র বাংলাদেশ কমিটির প্রসঙ্গে’ বিষয়ক ঘোষণার দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis