গত ৫ জুলাই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির সাথে হওয়া ম্যাচে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইসি ডোনারুম্মার সাথে সংঘর্ষে পায়ে গুরুতর চোট পান বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালা। এরই প্রেক্ষিতে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চোট পাওয়া পায়ের ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি গত ৫ জুলাইয়ে চোট পাওয়ার পর জামাল মুসিয়ালার পায়ের ছবি।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত একটি পোস্টে এককভাবে প্রায় ৪০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামাল মুসিয়ালার পায়ের এই ছবিটি গত ৫ জুলাইয়ে পিএসজির বিপক্ষে হওয়া ম্যাচে চোট পাওয়ার পরবর্তী সময়ের নয় বরং, প্রচারিত ছবিটি অন্তত ২০১৮ সাল থেকেই অনলাইনে বিদ্যমান আছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘@Hawes_squad’ ইউজারনেমের একটি এক্স অ্যাকাউন্টে “Rt or bad things will happen” শীর্ষক ক্যাপশনে ২০১৮ সালের ১৮ নভেম্বরে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টটিতে দুইটি ছবির সংযুক্তি পাওয়া যায়, যার মধ্যে একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে।

এছাড়াও অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি ২০১৯ সালে তৎকালীন এভারটন ফুটবলার আন্দ্রে গোমেজের চোট পাওয়া পায়ের ছবি দাবিতেও প্রচার করা হয়েছে। তবে ছবিটি কার পায়ের তা পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে, উক্ত ছবিটি যে সাম্প্রতিক সময়ের নয় এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অপরদিকে জামাল মুসিয়ালা গত ৫ জুলাই তার পা ও গোড়ালিতে চোট পান।

এছাড়া, জামাল মুসিয়ালা বাম পায়ে চোট পেলেও প্রচারিত ছবিটি ডান পায়ের ছবি বলে প্রতীয়মান হয়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, জামাল মুসিয়ালার পায়ের এই ছবিটি গত ৫ জুলাইয়ে পিএসজির বিপক্ষে হওয়া ম্যাচে চোট পাওয়ার পরবর্তী সময়ের নয়।
সুতরাং, গত ৫ জুলাইয়ে পিএসজির বিপক্ষে হওয়া ম্যাচে চোট পাওয়ার পর জামাল মুসিয়ালার পায়ের ছবি দাবিতে অন্তত ৬ বছর পুরোনো একটি ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- @Hawes_squad – X Post
- BBC – Musiala suffers broken leg and dislocated ankle
- Forbes – Jamal Musiala Suffers Serious Injury In Bayern Munich Defeat To PSG
- Rumor Scanner’s analysis