ফেসবুকে নারী ব্যবহারকারীর সংখ্যা ৫.৭৭ বিলিয়ন নয়  

গত কয়েক বছর ধরে “পৃথিবীতে সর্বমোট Female হলো ৩.৫২ বিলিয়ন কিন্তু Female ফেসবুক id র সংখ্যা হলো ৫.৭৭ বিলিয়ন।” শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে। 

ফেসবুকে নারী

এরকম কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, পৃথিবীতে মোট নারীর সংখ্যা ৩.৫২ বিলিয়ন নয় এবং ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী এতে নারী ব্যবহারকারী সংখ্যা ৫.৭৭ বিলিয়ন নয়। বরং ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটার তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পৃথিবীতে বর্তমানে মাসিক সক্রিয় মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাই ৩.০৭ বিলিয়ন। সেক্ষেত্রে নারীর ব্যবহারকারীর সংখ্যা মোট ব্যবহারকারীর থেকে বেশি হওয়ার সুযোগ নেই।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ফেসবুক ব্যবহারকারীদের পরিসংখ্যান নিয়ে ফেসবুকের নিয়ন্ত্রণকারী সংস্থা মেটার একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীতে বর্তমানে মাসিক সক্রিয় মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩.০৭ বিলিয়ন। 

এই সংখ্যাটিতে পুরুষ, নারীসহ সব ধরণের লিঙ্গের মানুষ অন্তর্ভুক্ত। অর্থাৎ, সব ধরণের মানুষ যোগ করেও যেখানে ব্যবহারকারীর সংখ্যা ৩ বিলিয়নের চেয়ে একটু বেশী, সেখানে শুধুমাত্র নারী ব্যবহারকারীই ৫.৭৭ বিলিয়ন দাবিটি একেবারেই বানোয়াট। 

তাছাড়া, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীতে মোট নারীর সংখ্যা ছিল ৪.০৩৬ বিলিয়ন, যা প্রদত্ত মোট নারী ৩.৫২ ‍বিলিয়নের দাবির চেয়ে অনেক বেশী। তাও কিছুক্ষনের জন্য মোট নারীর সংখ্যাকে সত্য ধরে নিলেও, এই পরিমাণ নারী ছিল ২০১২ সালে। আর, ২০১৩ সালের ফেসবুকের প্রেস রিলিজ অনুযায়ী, ২০১২ সালে পুরুষ, নারীসহ সব ধরণের লিঙ্গের মানুষ মিলিয়ে মাসিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারী ছিলো মাত্র ১.০৬ বিলিয়ন যা দাবিকৃত সংখ্যা থেকে আরো অনেক কম। 

উল্লেখ্য যে, দাবিটি সর্বশেষ ২০২৪ সালে ছড়িয়েছে তাই, সর্বশেষ প্রাপ্ত উপাত্ত অর্থাৎ ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের তথ্য নেওয়া হয়েছে। কেননা, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের পরের উপাত্ত ফেসবুক প্রকাশ করেনি। প্রথমত কি-ওয়ার্ড সার্চ করে বর্তমান মোট নারীর সংখ্যা নিয়ে রিপোর্টের অনুসন্ধান করলে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট Countrymeters, Statista এবং Statistics times এর প্রতিবেদন পাওয়া যায়, যার মধ্যে Countrymeters -এ একদম বর্তমান সময়ের সম্ভাব্য সরাসরি গণনা দেখা যায়। Countrymeters এর গণনা অনুযায়ী, ২০২৪ সালের ২৯ এপ্রিল বিকেল ৪ টার সময়, পৃথিবীতে সম্ভাব্য মোট নারীর সংখ্যা প্রায় ৪.০৫৩ বিলিয়ন। একই সূত্র অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, পৃথিবীতে মোট নারীর পরিমাণ ছিলো ৪.০৩৬ বিলিয়ন। 

Statistics Times এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত, বিশ্বের মোট নারীর সংখ্যা ছিলো ৪.০৩৯ বিলিয়ন। অর্থাৎ, পোস্টে উল্লিখিত নারীর সংখ্যা থেকে বর্তমান নারীর সংখ্যা অনেক অনেক বেশী৷ তবে, ১৮ ফেব্রুয়ারী ২০২২ সালে বাংলাতে এরকম আরেকটি পোস্ট পাওয়া যায়৷ সংখ্যায় মোটেও হেরফের নেই৷ দাবি হুবহু আগের মতোই। তবে, নারীদের সংখ্যা ২০২২ সালের প্রেক্ষাপটেও সঠিক নয়। Statista এর প্রতিবেদন অনুসারে ২০২১ সালের শেষে পৃথিবীতে মোট নারী ছিলেন ৩.৮৮ বিলিয়ন আর ২০২২ সালের শেষে এটা ৩.৯৫ বিলিয়ন। অর্থাৎ, ২০২২ সালের ফেব্রুয়ারির প্রেক্ষাপটে মোট নারীর সংখ্যা একদম ২০২১ সালের না হলেও অন্তত এই দুই সালের মধ্যবর্তী কোনো সংখ্যা হওয়া উচিত ছিল। কিন্তু, দাবিতে থাকা সংখ্যা আরো অনেক কম। তাই, মোট নারীর সংখ্যাও মিথ্যা। 

ফেসবুকের রিপোর্টের সবচেয়ে বৃহৎ মেট্রিকটি হচ্ছে, Family monthly active people. Meta এর মতে, Family মেট্রিকটি হচ্ছে মোবাইল এপ, ওয়েব বা মোবাইল ব্রাউজার ব্যবহার করে মেটার ফ্যামিলি প্রোডাক্ট অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কমপক্ষে একটি ব্যবহার করেছেন এমন মানুষের একটা পরিমাপ। 

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, এই সংখ্যাটি হচ্ছে ৩.৯৮ বিলিয়ন। অর্থাৎ, প্রতিমাসে বিশ্বব্যাপী ৩.৯৮ বিলিয়ন মানুষ মোবাইল এপ, ওয়েব বা মোবাইল ব্রাউজার দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মধ্যে কমপক্ষে একটি ব্যবহার বা ভিজিট করেছেন। উল্লেখ্য যে, এই পুরো সংখ্যাটিও সব লিঙ্গের মানুষ যোগ করার পরের সংখ্যা। অর্থাৎ, যেখানে ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যোগ করে, তাও আবার সব লিঙ্গের মানুষজন যোগ করেও ৫.৭৭ বিলিয়নের কাছাকাছিও হচ্ছে না, হয়েছে ৩.৯৮ বিলিয়ন, সেখানে শুধুমাত্র নারী ব্যবহারকারীই ৫.৭৭ বিলিয়ন দাবিটি অবান্তর।

ফেসবুক আলাদা আলাদা লিঙ্গের ব্যবহারকারীর তথ্য প্রকাশ করে না। তবে, Statista এর রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত ফেসবুকের ৪৩.২% ব্যবহারকারী ছিলেন নারী। বাকী ৫৬.৮% ছিলেন পুরুষ (এর বাইরের লিঙ্গ অন্তর্ভুক্ত করা হয় নি)। এই হিসাবে ফেসবুকের মাসিক নারী ব্যবহারকারী ১.৩২৬ বিলিয়ন যা দাবিকৃত ৫.৭৭ বিলিয়নের চেয়ে অনেক অনেক কম। নারী ও পুরুষ ব্যবহারকারী নিয়ে এরকম আরো কিছু রিপোর্ট দেখতে পারেন এখানে, এখানে, এখানেএখানে। 

তাই, দাবিকৃত পৃথিবীতে সর্বমোট নারীর সংখ্যাও মিথ্যা, ফেসবুকে নারী ব্যবহারকারীর সংখ্যাও মিথ্যা। তারপরও বিশদ অনুসন্ধানের সময় রিউমর স্ক্যানার টিম লক্ষ্য করে, দাবিকৃত পৃথিবীতে সর্বমোট নারী ৩.৫২ বিলিয়ন এই তথ্যটি ২০১২ সালের সাথে সাদৃশ্য রাখে। Statista এর রিপোর্ট অনুযায়ী ২০১২ সালে পৃথিবীতে সর্বমোট নারীর সংখ্যা ছিলো ৩.৫১ বিলিয়ন। তাই, যদি ধরে নেওয়া হয় এই তথ্যটি হয়তো ২০১২ সালের প্রেক্ষাপটে লেখা, তখন এটি সত্য হয় কি না সেটা যাচাই করতে রিউমর স্ক্যানার ফেসবুকের ২০১২ সালের প্রেস রিলিজ সংগ্রহ করে যেটি ২০১৩ সালের ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়। 

প্রেস রিলিজের রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিলেন ১.০৬ বিলিয়ন এবং দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিলেন ৬১৮ মিলিয়ন। অর্থাৎ, এটি দাবিকৃত ফেসবুকের নারী ব্যবহারকারীর সংখ্যার চেয়ে আরো অনেক অনেক কম। তাই, এটি কোনোভাবেই সত্য হওয়ার সুযোগ নেই। 

মূলত, ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা কর্তৃক প্রকাশ করা সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তির উপাত্ত অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর সব লিঙ্গের ফেসবুক ব্যবহারকারী যোগ করে মাসিক সক্রিয় মোট ফেসবুক ব্যবহারকারী ছিলেন ৩.০৭ বিলিয়ন যা দাবিকৃত শুধুমাত্র নারী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫.৭৭ বিলিয়নের চেয়ে অনেক অনেক কম। তাছাড়া, ২০২৩ সালের শেষে পৃথিবীতে সর্বমোট নারীর সংখ্যা ছিল প্রায় ৪.০৩৬ বিলিয়ন, যা দাবিকৃত পৃথিবীতে সর্বমোট নারীর সংখ্যা ৩.৫২ বিলিয়নের চেয়ে অনেক বেশি।

অর্থাৎ, বিশ্বে সর্বমোট নারীর সংখ্যা ৩.৫২ বিলিয়ন এবং ফেসবুকে নারী ব্যবহারকারীর সংখ্যা ৫.৭৭ বিলিয়ন শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img