এমিলিয়ানো মার্টিনেজ ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন না

সম্প্রতি, দেশের কতিপয় গণমাধ্যমে  আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক দাবিতে সংবাদ প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন যমুনা টিভি, ঢাকা ট্রিবিউন (১), ঢাকা ট্রিবিউন (২), বাংলা ট্রিবিউন, সমকাল, সারাবাংলা, ডেইলি শেয়ারবাজার

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমিলিয়ানো মার্টিনেজ নয় বরং ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলটির অধিনায়ক ছিলেন লিওনেল মেসি।

এ বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘CNBC’ এ গত ১৯ ডিসেম্বর ২০২২ এ “Leo Messi used a ‘growth mindset’ to finally win his World Cup trophy—here’s what that looked like” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২ এর লিওনেল মেসির ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘CNBC’ 

‘CNBC’ এর প্রকাশিত প্রতিবেদনের ছবিতে দেখা যায়, লিওনেল মেসি বাম হাতে আর্ম ব্যান্ড পড়েছেন। যেহেতু ফুটবল খেলায় অধিনায়করা তাদের হাতের কব্জির উপরে আর্ম ব্যান্ড পড়েন, তাই মেসির হাতে আর্ম ব্যান্ড দেখে বুঝা যায় তিনি ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অধিনায়ক ছিলেন।

এ বিষয়ে আরো অনুসন্ধানে ব্রিটিশ গণমাধ্যম ‘BBC’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৭ ডিসেম্বরে “Lionel Messi: Inside Argentina captain’s quest for World Cup 2022 glory” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ফিফা ফুটবল বিশ্বকাপ – ২০২২ এ লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল টিমের অধিনায়ক থাকার তথ্য পাওয়া যায়।

Screenshot from ‘BBC’ 

এছাড়া, আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ ‘AFA – Selección Argentina’ এ ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন লিওনেল মেসিকে অধিনায়ক বলে সম্বোধন করে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot from ‘Facebook’

মূলত, সম্প্রতি দেশের কতিপয় গণমাধ্যমে আর্জেন্টিনার ফুটবল দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে অধিনায়ক দাবিতে সংবাদ প্রকাশ করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলটির অধিনায়ক ছিলেন লিওনেল মেসি।

প্রসঙ্গত, পূর্বেও মার্টিনেজের বিষয়ে ভুল তথ্য ইন্টারনেটে প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্বকাপ জয়ী অধিনায়ক দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img