আর্জেন্টিনার মার দেল প্লাতা শহরে মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়নি 

সম্প্রতি, “মার্টিনেজকে স্মরণীয় করে রাখতে মার্টিনেজের শহর আর্জেন্টিনার মার দেল প্লাতায় মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে।” শীর্ষক ক্যাপশনের সাথে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের চারটি স্ট্যাচুর ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।  

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

Screenshot source: crowdtangle

একই দাবিতে ইউটিউবের কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।

Screenshot source: youtube,ST7 Sports

ফেসবুকের কিছু পোস্টের ক্যাপশনে মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে শীর্ষক তথ্য দেওয়া হলেও পরবর্তীতে ক্যাপশন পরিবর্তন করা হয়েছে। 

এমন দুইটি পোস্ট দেখুন

পোস্ট (আর্কাইভ)

Image collage : Rumor Scanner 

পোস্ট (আর্কাইভ)

Image collage : Rumor Scanner

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনার মার দেল প্লাতা শহরে মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং মার্টিনেজের একটি স্ট্যাচু নির্মাণ বিষয়ে প্রস্তাবনা রয়েছে। তাছাড়া, আলোচিত ছবিগুলো বাস্তব স্ট্যাচুর ছবিও নয়।

আর্জেন্টিনা গত ১৮ ডিসেম্বর (২০২২) ফ্রান্সকে হারিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। দলটির অন্যতম সদস্য গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের প্রতি সম্মান জানাতে মার্টিনেজের জন্মস্থান মার দেল প্লাতা শহরে মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে শীর্ষক একটি দাবি সম্প্রতি ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার টিম। 

ছবিগুলো কি বাস্তব কোনো স্ট্যাচুর?

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে যুক্ত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইন্সটাগ্রামে ‘Tomas Escobar Alonso’ নামক একটি অ্যাকাউন্টে গত ২৬ ডিসেম্বর (২০২২) প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

টমাসের পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, তিনি বড়দিনে মার্টিনেজের স্ট্যাচুর জন্য এই ছবিগুলো দিয়ে প্রস্তাব দিয়েছেন।

Screenshot source: Instagram 

এ বিষয়ে জানতে টমাসের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “এই ডিজাইনটি আমি করেছিলাম। যদিও এর অন্যান্য সংস্করণও রয়েছে, তবে এটি বিশেষভাবে আমার দ্বারা তৈরি করা হয়েছিল।” 

টমাস বলছিলেন, “এই মুহুর্তে বাস্তবে কোন স্ট্যাচু তৈরি হয়নি। তবে প্রজেক্টটি প্রস্তুত হলেও এটি আমার নকশার উপর ভিত্তি করে হবে না।”

টমাস জানালেন, তিনি মার দেল প্লাতার নাগরিক, যেখানে এমিলিয়ানো মার্টিনেজেরও জন্ম হয়েছিল।

টমাস পেশায় একজন স্পোর্টস গ্রাফিকস ডিজাইনার৷ কাজ করছেন বার্সেলোনার মার্কেটিং এজেন্সি Akaw Sports Marketing এ। 

অর্থাৎ, আলোচিত স্ট্যাচুর ছবিগুলো বাস্তব নয়, ডিজাইন মাত্র। তাছাড়া এই ডিজাইনে স্ট্যাচুও তৈরি করা হচ্ছে না। 

মার্টিনেজের শহরে কি তার স্ট্যাচু তৈরি হচ্ছে?  

মার্টিনেজের শহর মার দেল প্লাতা শহরে মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে কিনা সে বিষয়ে জানতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘infobae’ এর ওয়েবসাইটে গত ২১ ডিসেম্বর (২০২২) প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, ২১ ডিসেম্বর সকাল থেকে মার দেল প্লাতা শহরের অ্যাস্টর পিয়াজজোলা স্কোয়ার (Astor Piazzolla Square) প্রাঙ্গণের একটি সিমেন্টের তোরণে মার্টিনেজের বিশালাকার একটি ছবি (gigantic picture) টাঙানো দেখতে পেয়েছেন পথচারীরা। মার্টিনেজের গোল বাঁচানোর একটি দৃশ্যের আদলে তৈরি করা হয়েছে প্রিন্টেড ছবিটি। 

Screenshot source: Infobae

Infobae লিখেছে, ইতোমধ্যেই একই স্থানে একটি ব্রোঞ্জের স্ট্যাচু তৈরির বিষয়ে প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে। কাউন্সিলর ফার্নান্দো মুরো এই বিষয়ে খসড়া প্রস্তাব তৈরি করেছেন।

Screenshot source: Infobae

সে সময় আর্জেন্টিনার অন্যান্য গণমাধ্যমেও (La Nacion, Tyc Sports) একই তথ্য এসেছে। 

অর্থাৎ, মার্টিনেজের শহর মার দেল প্লাতায়  এখন পর্যন্ত তার কোনো স্ট্যাচু তৈরি হয়নি। 

মূলত, গত ২৬ ডিসেম্বর (২০২২) ‘Tomas Escobar Alonso’ নামের একজন স্পোর্টস গ্রাফিকস ডিজাইনার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এমিলিয়ানো মার্টিনেজের ছবি ব্যবহার করে তৈরি কিছু স্ট্যাচু ডিজাইন প্রকাশ করেন। উক্ত ছবিগুলো ব্যবহার করে সম্প্রতি মার্টিনেজের শহর আর্জেন্টিনার মার দেল প্লাতায় মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে শীর্ষক একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, মার দেল প্লাতায় এখন পর্যন্ত মার্টিনেজের কোনো স্ট্যাচু তৈরি হয়নি। তবে স্ট্যাচু তৈরির বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। তাছাড়া, আলোচিত ডিজাইন দিয়েও স্ট্যাচু তৈরি হচ্ছে না বলে টমাস রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। 

সুতরাং, আর্জেন্টিনার মার দেল প্লাতা শহরে এমিলিয়ানো মার্টিনেজের স্ট্যাচু নির্মাণ করা হয়েছে শীর্ষক একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img