ইলন মাস্ক এক্সে ডিজনির প্রাইড কনটেন্ট ব্লক করেননি

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক এবং মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সের (পূর্বে টুইটার) মালিক হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে একটি বিতর্কিত দাবি ছড়িয়ে পড়েছে। 

ওই দাবি অনুযায়ী, ইলন মাস্ক তার মালিকানাধীন এক্স প্ল্যাটফর্ম থেকে ডিজনির প্রাইড (এলজিবিটিকিউআইএ+) সংশ্লিষ্ট কন্টেন্ট ব্লক করেছেন এবং এই পদক্ষেপের কারণ হিসেবে মাস্ক বলেছেন, “ওয়োক” বিষয়বস্তু শিশুদের জন্য উপযুক্ত নয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইলন মাস্ক মালিকানাধীন এক্স প্ল্যাটফর্ম থেকে ডিজনির প্রাইড সংশ্লিষ্ট কন্টেন্ট ব্লক করার দাবিটি সত্য নয় বরং একটি স্যাটায়ার বা বিদ্রূপাত্মক পোস্ট থেকে এই দাবিটির সূত্রপাত ঘটেছে।

অনুসন্ধানে জানা গেছে, ডিজনি+ প্ল্যাটফর্মে প্রাইড প্রোগ্রামিংয়ের জন্য একটি বিশেষ বিভাগ রয়েছে। পাশাপাশি, ২০২৩ সালে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি নিজেদের “এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায় ও পরিবারগুলোর সক্রিয় এবং দীর্ঘদিনের সমর্থক” হিসেবে উল্লেখ করেছে।

তবে, “ডিজনির এসব কনটেন্ট এক্স প্ল্যাটফর্মে ব্লক করা হয়েছে”—এমন দাবির সপক্ষে কোনো বিশ্বাস্ত সূত্রের তথ্য পাওয়া যায়নি। বরং, ২০২৩ সালের জুনে ডিজনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এলজিবিটিকিউআইএ+ সম্পর্কিত কনটেন্ট এখনও এভেলেইভল থাকার প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

এছাড়া, ইলন মাস্কের এক্স অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে ডিজনি এবং “ওয়োক” সংস্কৃতি নিয়ে একাধিক মন্তব্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইলন মাস্ক মন্তব্য করেন, ডিজনি বড় ধরনের কন্টেন্ট সমস্যার মুখোমুখি হয়েছে, এবং তাদের আসন্ন বেশিরভাগ প্রজেক্ট দর্শকদের জন্য অগ্রহণযোগ্য। তিনি ডিজনিকে “গো ওয়োক, গো ব্রোক” প্রবাদের অন্যতম বড় উদাহরণ হিসেবে অভিহিত করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি এক বেনামি সূত্রের বরাত দিয়ে অভিযোগ করেন, ডিজনির অন্তর্ভুক্তি নীতিমালা “বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ও লিঙ্গবৈষম্যের” উদাহরণ। জুলাই মাসে মাস্ক বলেন, ডিজনি বর্তমানে “ওয়োক মাইন্ড ভাইরাস” দ্বারা নিয়ন্ত্রিত, যা প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী।

তবে, ডিজনির প্রাইড কন্টেন্ট ব্যানের বিষয়ে মাস্কের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিষয়ে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট স্নোপস জানিয়েছে, এই দাবির উৎপত্তি একটি স্যাটায়ার বা বিদ্রূপাত্মক পোস্ট থেকে, যা ‘Patriotic Strength’ নামে একটি ফেসবুক পেজে প্রচারিত হয়েছিল। গত ১২ নভেম্বর পেজটি থেকে “ইলন মাস্ক এক্স-এ ডিজনির প্রাইড কনটেন্ট নিষিদ্ধ করেছেন এবং “ওয়োক” বিষয়বস্তু শিশুদের জন্য উপযুক্ত নয় বলে ঘোষণা করেছেন” শীর্ষক লেখাযুক্ত একটি মিম পোস্ট করেন। মিমটির বাম কোণে “Rated Satire” লেখা ছিল। পরবর্তীতে এই বিষয়টি বাস্তব দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ওয়োক বলতে মূলত সামাজিক, রাজনৈতিক এবং মানবিক অধিকারের প্রতি সচেতনতা এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদকে বোঝায়। শব্দটি আফ্রো-আমেরিকান সম্প্রদায় থেকে উদ্ভূত, যেখানে এটি প্রাথমিকভাবে সামাজিক ও রাজনৈতিক অন্যায়ের প্রতি জাগ্রত থাকার অর্থে ব্যবহৃত হত। আধুনিক কালে এটি এলজিবিটিকিউ+ অধিকার, নারীবাদ এবং পরিবেশগত ন্যায়বিচারের মতো বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের সাথে গভীরভাবে সংযুক্ত হয়েছে। বিশেষত, ২০১০-এর দশকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মাধ্যমে এটি বৈশ্বিকভাবে পরিচিতি লাভ করে।

সুতরাং, এক্স থেকে ডিজনির প্রাইড সংশ্লিষ্ট কন্টেন্ট ব্লক করার দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img