ছবিটি হাতির ন্যায় দেখতে কোন বাস্তব পাহাড়ের নয়, এটি একটি ডিজিটাল আর্টওয়ার্ক

সম্প্রতি, “হাতির পাহাড়” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি হাতির ন্যায় দেখতে কোনো বাস্তব পাহাড়ের নয় বরং এটি একটি ডিজিটাল আর্টওয়ার্ক।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, অনলাইন ছবি শেয়ারিং প্লাটফর্ম ‘500px’ এ ‘mirekis’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ৪ বছর পূর্বে প্রকাশিত একটি পোস্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে লক্ষ্য করে দেখা যায়, উক্ত ছবিটি Fine art বা চারুকলা ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে এবং এর ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়েছে ‘surreal’ ‘fineart’ ‘fantasy’ ‘photomanipulation’।

হাতি
Screenshot from 500px website

পাশাপাশি, ‘mirekis’ নামের একটি ফেসবুক পেজে ২০১৮ সালের ১৮ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ছবিটি ‘Animals manipulation’ নামের একটি ফটো অ্যালবামে রয়েছে। উক্ত ফটো অ্যালবামটি লক্ষ্য করলে দেখা যায়, ফটো অ্যালবামটিতে আলোচিত ছবিটি ছাড়াও একই ধরণের একাধিক ছবি রয়েছে।

এছাড়া, ‘mirekis7’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০১৮ সালের ২০ জানুয়ারিতে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, Mirekis নামের একজন আর্টিস্টের ডিজিটাল পদ্ধতির সাহায্যে নির্মিত একটি ছবিকে হাতির ন্যায় বাস্তব কোনো পাহাড়ের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তাছাড়া, উক্ত ছবিটি একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়লে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘স্নোপস’ উক্ত বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। স্নোপস নামের উক্ত ফ্যাক্টচেকিং প্রতিষ্টানটি আলোচিত ছবিটির নির্মাতা ‘mirekis’ এর সাথে যোগাযোগ করে জানতে পারে, তিনটি ভিন্ন ছবি ব্যবহার করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, Mirekis নামের একজন আর্টিস্টের ডিজিটাল পদ্ধতির সাহায্যে নির্মিত একটি ছবিকে হাতির ন্যায় দেখতে বাস্তব কোনো পাহাড়ের ছবি দাবি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  1. 500px – https://500px.com/photo/243334231/Elephants-mountain-by-mirekis-/?ctx_page=1&from=user&user_id=17878717 
  2. Mirekis on Facebook – https://www.facebook.com/permalink.php?story_fbid=2005348819677611&id=1557158114496686 
  3. Mirekis7 on Instagram – https://www.instagram.com/p/BeLEW5nAaki/ 
  4. Snopes – https://www.snopes.com/fact-check/elephant-mountain-real-place/

আরও পড়ুন

spot_img