সম্প্রতি, ‘কোন প্রার্থী দেখার টাইম নাই। প্রার্থী শুধু একজন। বেগম খালেদা জিয়া’ শীর্ষক’ শিরোনামে চিত্রনায়ক রিয়াজের বক্তব্যের একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
যা দাবি করা হচ্ছে
ভিডিওটিতে চিত্রনায়ক রিয়াজকে বলতে শোনা যায়, “কে কোথায় প্রার্থী এর কোনো হিসাব নাই। আমরা প্রার্থী বিবেচনা করি না এবং আমি মনেকরি আজকের এই নির্বাচনে একমাত্র প্রার্থী হচ্ছে খালেদা জিয়া। “
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এই ভিডিওটিতে শোনা যাওয়া বক্তব্যের কণ্ঠস্বর চিত্রনায়ক রিয়াজের নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ২০১৮ সালের ডিসেম্বরে কুমিল্লার এক জনসভায় কাদের সিদ্দিকীর দেওয়া বক্তব্যের কিছু অংশের অডিও যুক্ত করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে চিত্রনায়ক রিয়াজকে বলতে শোনা যায়, “কে কোথায় প্রার্থী এর কোনো হিসাব নাই। আমরা প্রার্থী বিবেচনা করি না এবং আমি মনেকরি আজকের এই নির্বাচনে একমাত্র প্রার্থী হচ্ছে খালেদা জিয়া।”
এই ভিডিওটির কণ্ঠস্বরের সাথে চিত্রনায়ক রিয়াজের প্রকৃত কণ্ঠস্বরের পার্থক্য খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
বিষয়টি যাচাইয়ে এই ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Desh Bangla নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৫ জানুয়ারি ‘মৃত্যর হুমকি মাথায় নিয়ে মাঠে নামলেন নায়ক রিয়াজ। কাঞ্চন নিপুণ প্যানেল পরিচিতি অনুষ্ঠান’ শীর্ষক শিরোনামে প্রকাশিত চিত্রনায়ক রিয়াজের বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুন প্যানেল পরিচিতি অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজের বক্তব্য দেওয়ার সময়ের ভিডিও।
এই ভিডিওটিতে চিত্রনায়ক রিয়াজের পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশের মানুষের সাথে আলোচিত ভিডিওটির পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশের মানুষের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
আলোচিত ভিডিওটিতে রিয়াজের বক্তব্যের কণ্ঠস্বরের সাথে ২০১৮ সালের ডিসেম্বররে কুমিল্লার এক জনসভায় কাদের সিদ্দিকীর দেওয়া বক্তব্যের কণ্ঠস্বরের মিল খুঁজে পাওয়া যায়।
তাছাড়া, গণমাধ্যম বা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে খালেদা জিয়াকে নিয়ে রিয়াজের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, চিত্রনায়ক রিয়াজ বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার বিষয়েও কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি বরং বিভিন্ন সময় তাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
অর্থাৎ, চিত্রনায়ক রিয়াজের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত কণ্ঠস্বরটি রিয়াজের নয়।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ব্যক্তিকে জড়িয়ে ইন্টারনেটে নানা ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চিত্রনায়ক রিয়াজের ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার সময়ের একটি ভিডিও’র কিছু অংশের সাথে ২০১৮ সালে কুমিল্লার এক জনসভায় কাদের সিদ্দিকী দেওয়া বক্তব্যের কিছু অংশের অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও এবং অডিও এডিট করে প্রচারের বিষয়ে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে চিত্রনায়ক রিয়াজের বক্তব্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Desh Bangla: মৃত্যর হুমকি মাথায় নিয়ে মাঠে নামলেন নায়ক রিয়াজ। কাঞ্চন নিপুণ প্যানেল পরিচিতি অনুষ্ঠান
- Kolkata Ajkal: হাসিনাকে কাদের সিদ্দিকীর হুমকি কুমিল্লার জনসভায়
- NTV: গাজীপুরে নৌকার প্রচারণায় ফেরদৌস রিয়াজ নিপুণ
- Rumor Scanner’s Own Analysis