সম্পাদিত ইনস্টাগ্রাম স্টোরিকে ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরার দাবিতে গণমাধ্যমে প্রচার

সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরা’র একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশটের বরাত দিয়ে কতিপয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি সে স্টোরিতে লিখেছেন, ‘কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো।’ এ স্ক্রিনশটটি আইপিএলের দল গুজরাট টাইটান্সের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসার খবরের সাথে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

জাসপ্রিত বুমরার

গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন ক্রিকফ্রেন্জি (ফেসবুক), ঢাকা পোস্ট। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,জাসপ্রিত বুমরা ‘কখনও কখনও অনুগত হওয়ার চেয়ে লোভী হওয়া অনেক ভালো ‘শীর্ষক কোনো ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেনি বরং ‘কখনও কখনও নীরবতাই হয় যথার্থ জবাব’ শীর্ষক ইনস্টাগ্রাম স্টোরিকে সম্পাদনার মাধ্যমে  প্রচার করা হচ্ছে। 

বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে ২৮ নভেম্বর জাসপ্রিত বুমরা’র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি (আর্কাইভ) পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে সেদিন আলোচিত দাবিতে প্রচারিত কোনো স্টোরি খুঁজে পাওয়া যায়নি। তবে একই দিনে “Silence is sometimes the best Answer’ শীর্ষক একটি স্টোরি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Instagram 

তবে আলোচিত দাবিতে কোনো স্টোরি দেননি বুমরাহ।  

পরবর্তীতে অনুসন্ধানে Mufaddal Vohra (আর্কাইভ) নামক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২৮ নভেম্বর সকাল ১১টা ২৪ মিনিটে করা একটি পোস্ট খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। উক্ত পোস্টে ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরার “Silence is sometimes the best Answer” শীর্ষক ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশটটি পোস্ট করা হয়। উক্ত স্ক্রিনশটটি বুমরা’র পোস্টের ৩৯ মিনিট পরে নেওয়া হয়। 

Screenshot : X post 

পরবর্তীতে একই দিনে Pushkar (আর্কাইভ) নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি (আর্কাইভ) পর্যবেক্ষন করে রিউমর স্ক্যানার টিম এবং Mufaddal Vohra নামের টুইটার অ্যাকাউন্টে শেয়ারকৃত স্ক্রিনশট পোস্ট হওয়ার ঠিক একই সময় অতিবাহিত হওয়ার (৩৯ মিনিট সময়) পর আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি নেওয়া হয়েছে। তবে আমরা পূর্বে দেখেছি, বুমরা এ সংক্রান্ত কোনো পোস্ট করেননি।   

Screenshot Comparison : Rumor Scanner 

অর্থাৎ ইন্টারনেটে ছড়িয়ে পড়া স্ক্রিনশটের সময় এবং পোস্টকৃত স্ক্রিনশটটি একই সময়ে নেওয়া যা নির্দেশ করে যে, Mufaddal Vohra’র পোস্টকৃত স্টোরিকেই এডিট করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এছাড়া, গত ২৮ নভেম্বর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডে’র ওয়েবসাইটে “Silence is sometimes the best answer: India pacer Jasprit Bumrah posts cryptic story on Instagram” (আর্কাইভ) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জাসপ্রিত বুমরা’র ইনস্টাগ্রাম স্টোরির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 

মূলত, ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘Silence is sometimes the best answer’ শীর্ষক একটি স্টোরি পোস্ট করেন। উক্ত স্টোরিটি পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘Sometimes being Greedy is Good and being loyal isn’t’ শীর্ষক লাইন বসিয়ে বুমরার স্টোরি দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, গণমাধ্যমে প্রচারিত জাসপ্রিত বুমরা’র ‘Silence is sometimes the best answer’ শীর্ষক ইনস্টাগ্রাম স্টোরিটি এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img