সম্প্রতি “ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলাদেশের।
উক্ত দাবিতে চ্যানেল২৪ এর ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনডিপেনডেন্ট টিভির ফটোকার্ড ব্যবহার করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউটিউব দেখে রোগীর ইসিজি করার ঘটনাটি বাংলাদেশের নয় বরং ভারতের রাজস্থানের যোধপুরের উক্ত ঘটনাকে স্থান উল্লেখ না করে প্রচার করায় নেটিজেনরা এটিকে বাংলাদেশের ঘটনা ধরে নিয়ে বিভ্রান্ত হচ্ছেন।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত মূল ফটোকার্ডটি ৩ নভেম্বর পোস্ট হতে দেখা যায়। উক্ত ফেসবুক পোস্টের মন্তব্য সেকশনে এ বিষয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদনের লিঙ্কটি পাওয়া যায়।
“ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়” শিরোনামে ৩ নভেম্বর প্রকাশিত উক্ত বিস্তারিত সংবাদ প্রতিবেদনটি পড়ে জানা যায়, “দীপাবলির ছুটিতে হাসপাতালে ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি পরীক্ষা করলেন এক ওয়ার্ড বয়। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।” সংবাদটির তথ্যসূত্র হিসেবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস উল্লেখ করা হয়েছে।
একই তথ্য জানা যায়, ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনটি থেকে।
শিরোনামে দেশের নাম উল্লেখ না করে খবর প্রকাশ করেছে এমন আরো কিছু বাংলাদেশের গণমাধ্যমের নিউজ লিংক: কালবেলা, দৈনিক ইনকিলাব, দেশ রূপান্তর, দৈনিক জনকণ্ঠ, দ্য ডেইলি ক্যাম্পাস।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে অনুসন্ধান করলে ৩ নভেম্বর “Lab helper performs ECG on man in Jodhpur using YouTube: ‘Technician on Diwali leave’ | Video” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, হাসপাতালে স্টাফের অভাবের কারণে একজন ল্যাব এটেন্ডেন্ট ইউটিউব ভিডিও দেখে ইসিজি স্ক্যান করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। এছাড়া, আরো বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমেও উক্ত সংবাদটি পাওয়া যায়।
অর্থাৎ, ডাক্তার না থাকায় ওয়ার্ড বয়ের ইউটিউব দেখে রোগীর ইসিজি করার ঘটনাটি বাংলাদেশের নয়। তবে এ সম্পর্কিত খবরের শিরোনামে স্থানের নাম না উল্লেখ করায় ঘটনাটি বাংলাদেশের ভেবে নেটিজেনরা বিভ্রান্ত হয়েছেন।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নির্ভরযোগ্য সূত্রে বাংলাদেশে সম্প্রতি এরকম কোন ঘটনা ঘটার তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ভারতে হাসপাতালে ডাক্তার না থাকায় ওয়ার্ড বয় কর্তৃক ইউটিউব দেখে রোগীর ইসিজি করার ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 – Facebook Post
- Channel 24 – ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়
- Hindustan Times – Lab helper performs ECG on man in Jodhpur using YouTube: ‘Technician on Diwali leave’ | Video