যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে যোগদান করতে একটি প্রতিনিধি দলসহ আজ দেশ ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরই প্রেক্ষিতে, ‘রাশিয়ার সাথে এবার বাংলাদেশের হয়ে জাতিসংঘে ইউনূস সরকারের বৈধতা এবং যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে আরব আমিরাত, চীন এবং ভারত সহ ৯৪ টি রাষ্ট্র।’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এছাড়া, ‘রাশিয়ার পর এবার বাংলাদেশের হয়ে জাতিসংঘে ইউনুসের যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে চীন ও ভারত।’ শীর্ষক একটি দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়।
রাশিয়ার সাথে আরব আমিরাত, চীন এবং ভারত সহ ৯৪ টি রাষ্ট্রের আপত্তি জানানোর দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
রাশিয়ার পর চীন ও ভারতের আপত্তি জানানোর দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের যোগদান নিয়ে রাশিয়া, আরব আমিরাত, চীন, ভারত সহ ৯৪ টি রাষ্ট্রের আপত্তি জানানোর দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাত খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে গত ১১ সেপ্টেম্বর ‘আমি শেখ হাসিনার লোক’ নামক একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ না করে দাবি করা হয়, জাতিসংঘের অধিবেশনে ড. ইউনূসের যোগদান নিয়ে রাশিয়ার পর চীন ও ভারত আপত্তি জানিয়েছে।
এরপর গত ১৪ সেপ্টেম্বর ‘Barrister Johirul Islam’ নামক একটি পেজ থেকে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
এই পোস্টটিতেও কোনো সূত্র উল্লেখ না করে বলা হয়, আজকে রাশিয়ার সাথে এবার বাংলাদেশের হয়ে জাতিসংঘে ইউনূস সরকারের বৈধতা এবং যোগ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে আরব আমিরাত, চীন এবং ভারত সহ ৯৪ টি রাষ্ট্র। (লিখা অপরিবর্তিত)
এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত কিছু পোস্টে ‘দৈনিক বাংলার মুক্তকন্ঠ’ এবং ‘দৈনিক ঢাকার কন্ঠ’ নামক দুইটি ভূঁইফোড় পোর্টালের সংবাদের ছবি প্রচার করা হয়।
উক্ত দুইটি পোর্টালের বিষয়ে অনুসন্ধান করে ‘দৈনিক বাংলার মুক্তকন্ঠ’ এর ওয়েবসাইটে এবং ‘দৈনিক ঢাকার কন্ঠ’ এর ওয়েবসাইটে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি ‘দৈনিক বাংলার মুক্তকন্ঠ’ এর ফেসবুক পেজ এবং দৈনিক ঢাকার কণ্ঠের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচিত দাবির বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, জাতিসংঘের অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূসের যোগদান নিয়ে রাশিয়া, আরব আমিরাত, চীন, ভারত সহ ৯৪ রাষ্ট্রের আপত্তি জানানোর দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- আমি শেখ হাসিনার লোক- Facebook Page
- Barrister Johirul Islam- Facebook Page
- দৈনিক বাংলার মুক্তকন্ঠ- Website
- দৈনিক বাংলার মুক্তকন্ঠ- Facebook Page
- দৈনিক ঢাকার কন্ঠ- Website
- দৈনিক ঢাকার কন্ঠ- Facebook Page
- Rumor Scanner’s Own Analysis