কালের কণ্ঠ এর বরাতে ইউপি চেয়ারম্যানের যোগ্যতা নিয়ে ড. ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, জাতীয় দৈনিক কালের কণ্ঠ এর সূত্রে “এখন থেকে ইউনিয়ন চেয়ারম্যান হতে হলে মাস্টার্স পাস হতে হবে” শীর্ষক একটি মন্তব্য  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হতে হলে মাস্টার্স পাস হতে হবে জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি কালের কণ্ঠ এর বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে মূলধারার জাতীয় দৈনিক কালের কণ্ঠ এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া, কালের কণ্ঠ এর ফেসবুক পেজ (, ) এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। 

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কালের কণ্ঠের ডেপুটি নিউজ এডিটর ও ইনচার্জ, অনলাইন সাকিব সিকান্দারের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে জানান, কালের কণ্ঠ থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। 

সুতরাং, কালের কণ্ঠকে উদ্ধৃত করে  ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নিয়ে  ড. ইউনূসের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া

তথ্যসূত্র

  • Kaler Kantho- Website 
  • Kaler Kantho- Facebook Page (1, 2)
  • Kaler Kantho- Youtube Channel
  • Kaler Kantho Online Incharge Shakib Sikander Statement 
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img