ইত্তেফাকের ফটোকার্ড নকল করে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ড. ইউনূসের ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, “১৯৭১ সালে দেশ স্বাধীন হয়নি বরং দেশ পাকিস্তান থেকে ভারতের কবলে চলে গিয়েছিলো। যেকারণে সেই তথাকথিত মুক্তিযুদ্ধে আমি শরিক হইনি। দেশ স্বাধীন হয়েছে ৫ আগস্ট। আমরা ২ পাকিস্তান এক থাকলে ভারত কোনদিনও আমাদের সাথে পারবে না। জামাতে সাথে নিয়েই দেশ পুনর্গঠিত করছি কারণ ১৯৭১ সালে জামাতই সঠিক রাস্তায় ছিলো” শীর্ষক মন্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দাবিতে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এছাড়া, উক্ত মন্তব্যটি লেখা আকারেও প্রচার হতে দেখা যায়। 

স্বাধীনতা নিয়ে

ফটোকার্ড যুক্ত করে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

লিখা আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে দৈনিক ইত্তেফাক এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ড. মুহাম্মদ ইউনূসও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইত্তেফাকের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইত্তেফাকের লোগো রয়েছে। সেই সূত্র ধরে অনুসন্ধানে ইত্তেফাকের ফেসবুক পেজ এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ইত্তেফাকের ওয়েবসাইটইউটিউব চ্যানেলও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

এছাড়া, ইত্তেফাক কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের মধ্যে অমিল লক্ষ্য করা যায়।

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ড. ইউনূসের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া এবং ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img