সম্প্রতি, “বার্সেলোনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি’র আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বার্সেলোনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি বরং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে যাওয়ার তথ্য সম্বলিত যমুনা টিভির একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভি’র লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ এপ্রিল ২০২৪ উল্লেখ রয়েছে।
এর সূত্র ধরে যমুনা টিভি’র ফেসবুক পেজে গত ১৮ এপ্রিল প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে “ম্যানসিটির স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক শিরোনাম বা তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
পর্যবেক্ষণে যমুনা টিভি’র ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের ফন্টের কিছু অংশের ভিন্নতা পরিলক্ষিত হয়। যমুনা টিভি’র ফটোকার্ডের “স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” বাক্যাংশের সাথে আলোচিত ফটোকার্ডের বাক্যাংশের মিল থাকলেও বাক্যের শুরুতে লেখা “বার্সেলোনার” বাক্যাংশের সাথে যমুনা টিভি’র ফটোকার্ডের ফন্টের ভিন্নতা খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে “ম্যানসিটির” স্থলে “বার্সেলোনার” শব্দটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একই দিনে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে রেকর্ড ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মালিক রিয়াল মাদ্রিদ।
মূলত, গত ১৭ এপ্রিল ম্যানসিটির ঘরের মাঠে তাদেরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। এর প্রেক্ষিতে “বার্সেলোনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক শিরোনামে যমুনা টিভি’র আদলে তৈরি একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। যমুনা টিভি’র ফেসবুক পেজে প্রচারিত “ম্যানসিটির স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে।
সুতরাং, “বার্সেলোনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ” শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Post
- Jamuna Television : “রোমাঞ্চকর ম্যাচে ম্যানসিটির স্বপ্ন ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ”
- Rumor Scanner’s Own Analysis