সম্প্রতি ‘তুরস্কের আকাশ আমাদের বলছে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে এবং তার কাছে প্রার্থনা করতে সুবহানাল্লাহ‘ শীর্ষক শিরোনামে একটি মেঘের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তুরস্কের আকাশে প্রার্থনারত হাত সদৃশ মেঘের দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি প্রযুক্তির সহায়তায় তৈরি করা। এছাড়া দীর্ঘদিন ধরেই ভিন্ন ভিন্ন দাবিতে এটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Pixiz নামের একটি ওয়েবসাইটে ‘Praying Hands‘ শীর্ষক শিরোনামে Becky B নামে জনৈক ব্যক্তির তৈরিকৃত আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে ছবিটিতে প্রবেশ করে ছবিটি তৈরি করার প্রক্রিয়া সম্পর্কে কিছু ছবিও খুঁজে পাওয়া যায়।
এসব ছবির সঙ্গে তুরস্কের আকাশে মেঘের প্রার্থনার দাবিতে প্রচারিত ভিডিওটির হাত সদৃশ মেঘের মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পূর্বেও প্রচার হয়েছিল
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, তুরস্কের আকাশে মেঘের প্রার্থনার দাবিতে প্রচারিত ভিডিওটি পূর্বেও ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার হয়েছে।
যেমন, ২০২৩ সালের ১৫ জানুয়ারি ভারতের উত্তরখণ্ডে এমন মেঘ দেখা গিয়েছিল দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
২০২২ সালের ৭ ডিসেম্বর আমেরিকার আকাশে একই মেঘ দেখার দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
মূলত, তুরস্কের আকাশে প্রার্থনারত হাত সদৃশ মেঘের দাবিতে প্রচারিত ভিডিওটিতে দৃশ্যমান মেঘটি প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। এছাড়া ইতোপূর্বে একই ধরনের ভিডিও ভিন্ন ভিন্ন স্থানের দাবিতেও প্রচারিত হয়েছে এবং সম্প্রতি উক্ত ভিডিওটিকে তুরস্কের আকাশে প্রার্থনারত হাত সদৃশ মেঘের দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, প্রযুক্তির সহায়তায় তৈরি করা হাত সদৃশ একটি মেঘের ভিডিওকে তুরস্কের আকাশে প্রার্থনারত মেঘের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Pixiz: Praying Hands
- Madan Kunjwal_Youtube: Strange Cloud in Uttarkhand
- Yasmeen Suri_Youtube: Praying hands in the Cloud