সম্প্রতি, অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হয়েছে। এরই মাঝে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। এর প্রেক্ষিতে কুমিল্লার গোমতী নদী, হবিগঞ্জের খোয়াই নদী এবং ফেনীর মুহুরী নদীর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
কুমিল্লার গোমতী নদী দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
হবিগঞ্জের খোয়াই নদী দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফেনীর মুহুরী নদী দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিগুলোর বিষয়ে অনুসন্ধানের ভিডিওটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে HUM News নামে একটি ইউটিউব চ্যানেলে গত ৮ আগস্ট Flood situation in different areas after rains in Pakistan | High Alert | Breaking News শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওতে দেখানো ক্লিপগুলোর মধ্যকার একটি ক্লিপের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।
এছাড়াও ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারী বর্ষণের কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত সিন্ধু নদীর গড্ডু বাঁধ সংলগ্ন এলাকায় পানির উচ্চতা বেড়ে যায়। যার ফলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। উক্ত ভিডিওতে দেখানো ক্লিপগুলো সেই সকল স্থানের বন্যা পরিস্থিতির ভিডিও।
তবে আলোচিত ভিডিওটি সম্পর্কে উক্ত গণমাধ্যমের ভিডিওটি ব্যতীত আর কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে আলোচিত ভিডিওটি বাংলাদেশের বর্তমান বন্যার ভিডিও নয়।
সুতরাং, ভিন্ন স্থানের পুরোনো ভিডিওকে বন্যায় বাংলাদেশের গোমতী নদী, খোয়াই নদী এবং মুহুরী নদীর দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- HUM News Youtube Channel: Flood situation in different areas after rains in Pakistan | High Alert | Breaking News
- Rumor Scanner’s Own Analysis