এই ভিডিওতে চিহ্নিত ব্যক্তি সমন্বয়ক সারজিস আলম নন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃত্যরত কয়েকজন মেয়ের অদূরে চারজন ছেলের আধশোয়া অবস্থার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তন্মধ্যে একজন ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উল্লিখিত পাঁচটি ভিডিও পোস্ট প্রায় ৫৫ লাখ বারের মতো চালু করা হয়েছে এবং প্রায় ২৩ হাজার বার প্রতিক্রিয়া জানানো হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কয়েকজন নৃত্যরত মেয়েদের পাশে দেখা যাওয়া উক্ত ছেলে সমন্বয়ক সারজিস আলম নন, বরং ভিন্ন একজন ব্যক্তি।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত ভিডিওটিতে প্রদর্শিত একজন মেয়ের পরিচয় পাওয়া যায়, যার নাম সানজিদা সারা। তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে কয়েকজন ছেলে-মেয়েদের সাথে তার একাধিক ছবিসহ একটি ফেসবুক পোস্ট ল পাওয়া যায় যেখানে তিনি নিজেও এই বিষয়ে নিশ্চিত করেন যে সারজিস আলম মর্মে প্রচারিত ছেলে আদতে সমন্বয়ক সারজিস আলম নন, বরং তারই একজন বন্ধু।

তাছাড়া, তার উক্ত পোস্টে ব্যবহৃত ছবিতে থাকা ছেলে-মেয়েদের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ছেলে-মেয়েদের তুলনা করলে নিশ্চিত হওয়া যায়, এরাই প্রচারিত সেই ভিডিওটিতে ছিল। ছবিগুলোর মধ্যে সাদা শার্ট পরা অর্থাৎ সারজিস আলম দাবিতে প্রচারিত ছেলেকেও দেখা যায়।

Comparison : Rumor Scanner

সানজিদা সারা এর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও তাদের একসাথে আরো একাধিক ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায় যার মধ্যে সারজিস আলম দাবিতে প্রচারিত ছেলের উপস্থিতিও লক্ষ্য করা যায়। 

Comparison : Rumor Scanner

অতঃপর, সমন্বয়ক সারজিস আলম এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে সারজিস আলম দাবিতে প্রচারিত ছেলের মুখমণ্ডলের তুলনা করলে তাতেও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। 

Comparison : Rumor Scanner

সুতরাং, নৃত্যরত অবস্থায় মেয়েদের সাথে দেখা যাওয়া ছেলেটি সমন্বয়ক সারজিস আলম শীর্ষক দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img