মঙ্গলবার, অক্টোবর 8, 2024

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিউইয়র্কে জুমার নামাজ পড়াননি, জুমার খুতবা দিয়েছেন 

গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে জুমার নামাজ পড়িয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শীর্ষক একটি দাবি দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রচার করা হয়েছে। 

নিউইয়র্কে

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি, যুগান্তর, চ্যানেল২৪, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, কালবেলা, বাংলাদেশ বুলেটিন, বাংলাদেশ জার্নাল, গণকণ্ঠ, বাংলাদেশ টুডে, দৈনিক করতোয়া, ডেইলি বাংলাদেশ, দৈনিক সরোবর, বাহান্ন নিউজ, নিউজজি২৪, জুম বাংলা, রিদ্মিক নিউজ, ঢাকা টুডে, বিডি২৪রিপোর্ট (ফেসবুক), এমটিনিউজ২৪, ফেস দ্য পিপল (ফেসবুক)।

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজসহ অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২২ সেপ্টেম্বর (শুক্রবার) নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে জুমার নামাজ পড়িয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সেদিন তিনি সেখানে জুমার খুতবা প্রদান করেছিলেন। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত দাবির সূত্র হিসেবে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র নাম উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে মালয়েশিয়ার অনলাইন পোর্টাল Free Malaysia Today এর ওয়েবসাইটে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি খুঁজে পেয়েছি আমরা।

Screenshot: Free Malaysia Today:

এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেদিন নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে জুমার নামাজের সময় উপস্থিত হয়ে খুতবা (Sermon) প্রদান করেন। নামাজ শেষে তিনি এক ব্যক্তিকে ইসলাম গ্রহণের নিমিত্তে শাহাদাত পাঠ করান। কিন্তু এই প্রতিবেদনের কোথাও আনোয়ার ইব্রাহিম সেদিন জুমার নামাজ পড়িয়েছেন শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। 

পরবর্তীতে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা Bernama সহ দেশটির একাধিক সংবাদমাধ্যমের (,,) এ সংক্রান্ত প্রতিবেদনে একই তথ্যই উল্লেখ পেয়েছে রিউমর স্ক্যানার টিম।
 
অধিকতর অনুসন্ধানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সেদিন নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে অবস্থানের সময়ের লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়, যেখানে দেখা যাচ্ছে, তিনি খুতবা প্রদানের পর ইমামের পেছনে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজে শরিক হয়েছেন। তাছাড়া, ইমামের মাথায় স্পষ্টত সাদা টুপি দেখা যাচ্ছে। অন্যদিকে আনোয়ার ইব্রাহিমের মাথায় খুতবা প্রদানের সময় কালো টুপি দেখা গেছে।

Image: Rumor Scanner 

নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারের ইমামের এক ফেসবুক পোস্ট থেকেও জানা যাচ্ছে, আনোয়ারের ইব্রাহিমের সেদিনের খুতবা প্রদানের বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল। 

Screenshot: Facebook 

মূলত, জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে জুমার খুতবা প্রদান করেন। উক্ত বিষয়কেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিউইয়র্কে ইসলামিক কালচারাল সেন্টারে জুমার নামাজ পড়িয়েছেন দাবিতে বাংলাদেশের কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

সুতরাং, নিউইয়র্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জুমার খুতবা প্রদানের তথ্যকে জুমার নামাজ পড়িয়েছেন শীর্ষক দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img