সম্প্রতি, ‘উইকেট কিপার সহ স্লিপ ও গালি পজিশনে ৯ জন ফিল্ডার ফিল্ডিংয়ে’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ‘উইকেট কিপারসহ স্লিপ ও গালি পজিশনে মোট ৯ জন বাংলাদেশি ফিল্ডার ফিল্ডিং করেছেন।
এই দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট এখানে ,এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আফগানিস্তানের বিপক্ষে উইকেটকিপারসহ স্লিপ ও গালির ঐ পজিশনে বাংলাদেশের ৯ জন ফিল্ডার ফিল্ডিংয়ে থাকার বিষয়টি সঠিক নয় বরং উক্ত সময়ে উইকেটকিপারসহ ঐ পজিশনে প্রকৃতপক্ষে মোট ৭ জন ফিল্ডার ছিল। মূলত ফটোশপের সহায়তায় ছবি এডিট করে দুই জন ফিল্ডার বেশি বসিয়ে উক্ত পজিশনে ৯ জন ফিল্ডার থাকার ভুয়া এ দাবিটি করা হয়েছে।
প্রাথমিকভাবে ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, উইকেটকিপারসহ ছবিতে থাকা ৯ জন ফিল্ডারের মধ্যে ৭ জন ফিল্ডাররে ছায়া থাকলেও ২ জন ফিল্ডারের ছায়া নেই এবং ঐ দু’জন ফিল্ডারের অনুরূপ ভঙ্গির আরো দু’জন ফিল্ডার সেখানে রয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় ঐ দুজন ফিল্ডারকে দুটি গ্যাপে এডিট করে বসিয়ে ৯ জন করা হয়েছে।
পরবর্তীতে আলোচিত ছবিটি খেলার যে সময়ের ফুটেজ থেকে নিয়ে এডিট করা হয়েছে আমাদের প্রথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় আফগানিস্তানের প্রথম ইনিংসে যখন খেলার স্কোরকার্ড ১৩ ওভারে ৫২-৪, সেই সময়কার ফুটেজ অনুসন্ধান করে সেখানে ৭ জন ফিল্ডার থাকার বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়া গেছে। Rabitholebd Sports ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিনের হাইলাইটসে ঐ সময়ের ফুটেজটি দেখুন– এখানে।
ফুটেজে দেখা যায়, আফগানিস্তান যখন ৪ উইকেট হারিয়ে ১৩ ওভারে ৫২ রান করেছে তখন ঐ অংশে উইকেটকিপারসহ সর্বমোট ৭ জন ফিল্ডার ছিল।
মূলত, সম্প্রতি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলাকালে মাঠে কিছুসময় উইকেটকিপারসহ গালি ও স্লিপ পজিশনে মোট সাত ফিল্ডার ফিল্ডিং করেন। তবে উক্ত ঘটনার মুহুর্তে ধারণ করা একটি ছবি ফটোশপের সাহায্যে এডিট করে ৭ জন ফিল্ডারের সাথে আরো ২ জন ফিল্ডারের ছবি যুক্ত করে প্রচার হচ্ছে যে, ঐ দিন মাঠে গালি-স্লিপ-কিপিং পজিশনে মোট ৯ জন ফিল্ডার ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন শুরু হওয়া এই টেস্ট ম্যাচের চতুর্থ দিনে অর্থাৎ গত ১৭ জুন এক দিন হাতে রেখেই ৫৪৬ রানের ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ।
সুতরাং, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে উইকেটকিপারসহ গালি ও স্লিপ পজিশনে বাংলাদেশের ৯ জন ফিল্ডার থাকার বিষয়টি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড।
তথ্যসূত্র
- Rumor Scanner analysis
- Match footage
- Voa Bangla: টেস্ট ম্যাচ: আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের ব্যবধানে রেকর্ড জয় বাংলাদেশের