সম্প্রতি “মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সুপার ব্যালন ডি অর দেওয়া হতে পারে” শীর্ষক বক্তব্যটি কিংবদন্তি ফুটবলার ডি স্টেফানোর নাম উদ্ধৃত করে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গণমাধ্যমে প্রচারিত এরকম সংবাদ দেখুন যমুনা টিভি (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসির বিশ্বকাপ জয়ের পর ডি স্টেফানো এমন কোনো মন্তব্য করেননিবরং তিনি ২০১৪ সালেই মারা গিয়েছেন।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি স্পোর্টসে ২০১৪ সালের ৭ জুলাই “Alfredo Di Stefano: Real Madrid legend dies at the age of 88” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ৮৮ বছর বয়সী ডি স্টেফানো ২০১৪ সালের ৭ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।
যা থেকে নিশ্চিত হওয়া যায়, মেসির বিশ্বকাপ জয়ের পর ডি স্টেফানোর উক্ত মন্তব্য করার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ফ্রান্স ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত সুপার ব্যালন ডি’অর প্রতি ৩০ বছরে শ্রেষ্ঠ ফুলবলারকে পুরস্কৃত করা হয়। এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে এ পুরস্কার পেয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিও এ পুরস্কারের দাবিদাব বলে ফুটবল বিশ্বে গুঞ্জন ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।
মূলত, ১৯৮৯ সালে ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ডি স্টেফানোকে সুপার ব্যালন ডি অর পুরস্কার দিয়েছিলো ফ্রান্স ম্যাগাজিন। সম্প্রত মেসির বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে ‘মেসিকেও সুপার ব্যালন ডি অর দেয়ার জন্য দাবি করেছেন অনেকেই’। আর উক্ত বিষয়কে কেন্দ্র করেই “বিশ্বকাপ জয়ের প্রতি শ্রদ্ধা জানাতে মেসিকে সুপার ব্যালন ডি অর দেওয়া হতে পারে” শীর্ষক একটি মন্তব্য ডি স্টেফানোর নামে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে সম্প্রতি অথবা পূর্ববর্তী কোনো সময়েই ডি স্টেফানো এরকম কোনো মন্তব্য করেন নি। তাছাড়া ডি স্টেফানোর ২০১৪ সালেই মারা গিয়েছেন।
সুতরাং, মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সুপার ব্যালন ডি অর দেওয়া হতে পারে শীর্ষক বক্তব্যটি ডি স্টেফানোর নাম উদ্ধৃত করে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- বিবিসি স্পোর্টস : Alfredo Di Stefano: Real Madrid legend dies at the age of 88
- রিয়াল মাদ্রিদ : আলফ্রেডো ডি স্টেফানো
- রিয়াল মাদ্রিদ : He is the only player in the history of the game to have received the trophy.
- ইত্তেফাক : সুপার ব্যালন ডি’অর পেতে পারেন মেসি