সম্প্রতি, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অভিভাবকদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা কলেজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তির ছবি প্রচার করা হয়েছে।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা ১৪ই ফেব্রুয়ারি অতিরিক্ত ক্লাসের নাম দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হবে তাদের চিহ্নিত করুন। ১৪ই ফেব্রুয়ারি কোনো এক্সট্রা ক্লাস নেই। যদি কেউ বলে এক্সট্রা ক্লাস আছে, তার ফোন ভালোভাবে চেক করুন, আপনার সন্তান প্রেমে আসক্ত। কলেজ কর্তৃপক্ষ বিষয়টির উপর গুরুত্ব দিতে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে।’
ফেসবুকে প্রচারিত এমন বিজ্ঞপ্তি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ঢাকা কলেজের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিটি সঠিক নয় বরং, কলেজটির ২০২৪ সালের ভিন্ন একটি বিজ্ঞপ্তি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া এই বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে এতে উক্ত বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ ০৯/০২/২০২৫ দেখা গেলেও এতে থাকা অধ্যক্ষের স্বাক্ষরের নিচে তারিখের স্থলে ২৩/১১/২৪ তারিখ লক্ষ্য করা যায়।

পরবর্তী অনুসন্ধানে ঢাকা কলেজের ওয়েবসাইটের নোটিশ সেকশনে ১৪ ফেব্রুয়ারি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের ২৩ নভেম্বর প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত বিজ্ঞপ্তির অধ্যক্ষের স্বাক্ষরের অংশের সাথে আলোচিত বিজ্ঞপ্তির স্বাক্ষরের অংশের সাদৃশ্য রয়েছে। উভয় বিজ্ঞপ্তিতেই ২৩/১১/২৪ তারিখটি দেখতে পাওয়া যায়। এছাড়াও আলোচিত বিজ্ঞপ্তির মূল অংশের ফন্টের সাথে ঢাকা কলেজের বিজ্ঞপ্তির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ২০২৪ সালের ভিন্ন ঘটনার বিজ্ঞপ্তিকে সম্পাদনার মাধ্যমে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
পরবর্তীতে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটির বিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস-এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ১৪ ফেব্রুয়ারি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি ভুয়া। তাদের পক্ষ থেকে এমন কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি।
সুতরাং, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ঢাকা কলেজ অভিভাবকদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পাদিত
তথ্যসূত্র
- Dhaka College website: https://dhakacollege.edu.bd/uploads/674282197d066240817324119291a08eb88fd31760528c5ac0ab4cd539e.pdf
- Statement of Professor A K M Elius