সম্প্রতি, মুক্তি পাওয়া ঢালিউডের আলোচিত সিনেমা তুফান-এর দুষ্টু কোকিল গানে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর পরিহিত পোশাককে অশ্লীল বলে মন্তব্য করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দীপক অধিকারী ওরফে দেব এমন দাবিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ইউটিউবে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ২৮ লাখ ৭৪ হাজার ২৭৯ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ২০ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৬৭ টি মন্তব্যও করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত তুফান সিনেমায় আলোচিত দুষ্টু কোকিল গানে অভিনেত্রী মিমি চক্রবর্তীর পরিহিত পোশাককে নায়ক দেব অশ্লীল বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেবের জয় লাভের পর তার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটির শুরুতে অভিনেতা দেবকে, ‘এটা আমি সবসময়ই বলি যে, এটা আমি মানি না। ওকে শুভেচ্ছা, জীবনে অনেক বড় হোক; একটু ভদ্র হোক।’ শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়। পরবর্তীতে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর পরিহিত পোশাককে নায়ক দেব চরম অশ্লীলতা বলে মন্তব্য করেছেন বলে দাবি করেন ভিডিওটির উপস্থাপিকা। এছাড়া উপস্থাপিকা আরও দাবি করেন দেব মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে গণমাধ্যমে, ‘মিমি খুব ভালো অভিনেত্রী। নায়িকা হিসেবে সে সফল। তার অনেক ভালো ভালো কাজ আছে। তার বোঝা উচিত ছিল এত খোলামেলা পোশাক পড়লে আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদের নিয়ে বাজে প্রশ্ন উঠবে। একজনের কারণে পুরো কলকাতা ইন্ডাস্ট্রি লজ্জার মুখে পড়েছে। মিমির উচিৎ সবার কাছে মাফ চাওয়া। তাহলে আমরা সবাই তাকে ক্ষমা করবো।’ শীর্ষক কথাগুলো বলেছেন।
দাবিগুলোর সত্যতা যাচাইয়ে আলোচিত ভিডিওতে প্রদর্শিত দেব-এর ফুটেজটির কয়েকটি কী-ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Tollywood Focus Kolkata নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৬ জুন ‘হিরণের ওপর আমার ব্যক্তিগত ক্ষোভ নেই’- দেব | Exclusive Interview | Dev | Hiran | Tollywood শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে প্রদর্শিত দেব-এর বক্তব্যের ফুটেজের সাথে উক্ত ভিডিওর বেশকিছু অংশের হুবহু মিল রয়েছে।
এছাড়াও জানা যায়, ভিডিওতে অভিনেতা দেব মূলত লোকসভা নির্বাচনে তার প্রতিদন্দী বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলেছেন; মিমি চক্রবর্তীকে নিয়ে নয়। পাশাপাশি লক্ষ্য করা যায়, ভিডিওটি তুফান সিনেমা (১৭ জুন) এবং দুষ্টু কোকিল গানের মিউজিক ভিডিও (২০ জুন) মুক্তি পাওয়ারও বেশ আগে প্রচার করা হয়েছে।
দেবের উক্ত সাক্ষাৎকারটির সম্পর্কে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Sangbad Pratidin এর ওয়েবসাইটে দেব-রচনার সেলিব্রেশন, জয়ের পরে আনন্দে মাতোয়ারা দুই জয়ী প্রার্থী শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেখানে দেব এবং তৃণমূল কংগ্রেসের আরেক প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জীকে একসাথে বিজয় উদযাপন করতে দেখা যায়। এছাড়াও লক্ষ্য করা যায়, দেবের আলোচিত সাক্ষাৎকারটি মূলত সেসময়ই দেওয়া।
উল্লেখ্য, ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে কলকাতার হুগলিতে বিদায়ী সংসদ সদস্য বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীকে ৫৭ হাজার ভোটে হারিয়ে জয় লাভ করেছেন ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অপরদিকে ঘাটালে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লাখ ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের আরেক প্রার্থী কলকাতার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব।
এছাড়াও দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর পরিহিত পোশাক নিয়ে দেব কোনোপ্রকার মন্তব্য করেছেন কিনা জানতে একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ১৭ জুন মুক্তি পায় বাংলাদেশের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা তুফান। আলোচিত এই সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিনেমাটিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর পারফর্ম করা দুষ্টু কোকিল গানটি। সম্প্রতি, উক্ত গানের মিউজিক ভিডিওতে মিমি চক্রবর্তীর পরিহিত পোশাককে টলিউডের জনপ্রিয় নায়ক দীপক অধিকারী ওরফে দেব চরম অশ্লীল বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর পরিহিত পোশাক নিয়ে দেবের মন্তব্য করার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব-এর ব্যাপক ভোটে জয় লাভের বিষয়টি উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেন। উক্ত ভিডিওটির কিছু অংশ কাট করে তার সাথে দুষ্টু কোকিল গানের কিছু ক্লিপ যুক্ত করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
সুতরাং, তুফান সিনেমার দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর পরিহিত পোশাক নিয়ে টলিউড অভিনেতা দেব অশ্লীল বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tollywood Focus Kolkata Youtube Channel: ‘হিরণের ওপর আমার ব্যক্তিগত ক্ষোভ নেই’- দেব | Exclusive Interview | Dev | Hiran | Tollywood
- Sangbad Pratidin Website: দেব-রচনার সেলিব্রেশন, জয়ের পরে আনন্দে মাতোয়ারা দুই জয়ী প্রার্থী
- Somoy TV Website: বিপুল ভোটে জয়ী রচনা ব্যানার্জি ও দেব
- Rumor Scanner’s Own Analysis