বিগত কয়েক বছর ধরেই,‘ডেঙ্গু মশা আমাদের হাঁটুর সমপরিমাণ পর্যন্ত উড়তে পারে এবং নারিকেল তেল ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে’ শীর্ষক একটি দাবি ভারতের চিকিৎসক ডাঃ বি সুকুমারের বরাতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
চলতি বছর ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০২২ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
২০১৯ সালে ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডেঙ্গু মশার বিষয়ে ডাঃ সুকুমার উক্ত বক্তব্যটি দেননি বরং তার নাম ব্যবহার করে ভিত্তিহীন এই পরামর্শটি গেল কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে।
দাবিটি যাচাইয়ে অনুসন্ধান করে মূলধারার কোনো গণমাধ্যম এবং নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে উক্ত বক্তব্য সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের ত্রিপাঠির সাই সুধা হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডাক্তার বি সুকুমারের সাথে যোগাযোগ করা হয়।
ডাঃ বি সুকুমার রিউমর স্ক্যানারকে জানান, “এই বক্তব্য আমার নয়। অন্য কেউ আপডেট করেছে, এটি মিথ্যা তথ্য। এই (মিথ্যা তথ্য) আর প্রচার করবেন না।”
ডেঙ্গু চিকিৎসায় নারকেল তেল ব্যবহার করা যায় কিনা এমন জিজ্ঞাসায় ডাঃ সুকুমার বলছেন, “ডেঙ্গু থেকে বাঁচার জন্য নারকেল তেল কোনোভাবেই সাহায্য করে না। এক্ষেত্রে আপনার (রোগীর) যৌক্তিক চিকিৎসা দরকার।”
পরবর্তীতে, ডেঙ্গুর চিকিৎসার সাথে নারকেল তেল ব্যবহারের কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ডেঙ্গুর চিকিৎসা বিষয়ক দিক নির্দেশনাগুলো পড়ে দেখেছি আমরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। জ্বর কমাতে প্যারাসিটামল ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। অ্যাসপিরিন এবং নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্রেমেটরি ড্রাগ (এনএসএআই) যেমন আইবুপ্রোফেন এড়ানো উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু থেকে রক্ষা পেতে পাঁচটি পরামর্শের কথা উল্লেখ করেছে ওয়েবসাইটে।
সেগুলো হলো: এমন পোশাক পড়া যা শরীরকে ভালোভাবে ঢেকে রাখে (বিশেষ করে পা), দরজা-জানালায় পর্দা লাগানো যাতে কীটপতঙ্গ ও মশা বাহিরে থাকে, পোকামাকড় নিরোধক প্রয়োগ করা, মশারির ভেতরে ঘুমানো (রাতে এবং দিনেও) এবং মশার কামড়ে পরিবারের কেউ সংক্রমিত হলে সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা।
এই পরামর্শগুলোর মধ্যে নারকেল তেল সংশ্লিষ্ট কোনো তথ্য উল্লেখ নেই।
তাছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে কিওয়ার্ড সার্চ করেও নারকেল তেল ও ডেঙ্গু সংশ্লিষ্ট কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এমনকি অনুসন্ধানে এ বিষয়ে বৈজ্ঞানিক কোনো গবেষণারও উল্লেখ পাওয়া যায়নি।
মূলত, গেল কয়েক বছর ধরেই ভারতের চিকিৎসক ডাঃ বি সুকুমারের বক্তব্য দাবি করে ‘ডেঙ্গু মশা আমাদের হাঁটুর সমপরিমাণ পর্যন্ত উড়তে পারে এবং নারিকেল তেল ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে’ শীর্ষক একটি দাবি প্রচার হয়ে আসছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাঃ বি সুকুমার এমন কোনো বক্তব্য দেননি যা তিনি নিজেই রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। তাছাড়া, স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য কোনো সূত্রেই ডেঙ্গু প্রতিষেধকের সাথে নারকেল তেলের সংশ্লিষ্ট খুঁজে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ডেঙ্গুর বিষয়ে বিভিন্ন মিথ নিয়ে পূর্বে ফ্যাক্ট ফাইল প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ডেঙ্গু মশা হাঁটুর সমপরিমাণ পর্যন্ত উড়তে পারে এবং নারিকেল তেল ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে কাজ করে শীর্ষক একটি বক্তব্য ভারতের চিকিৎসক ডাঃ বি সুকুমার দিয়েছেন বলে প্রচার হয়ে আসছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dr. B Sukumar Statement
- World Health Organisation (WHO): Website
- Rumor Scanner’s Own Analysis