সম্প্রতি, আলোচিত টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লায়লা মারা গেছেন দাবিতে একটি তথ্য শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লায়লা মারা যাননি বরং, অধিক ভিউ পাওয়ার আশায় নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে লায়লা বর্তমানে সুস্থ আছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয় আছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে লায়লার মৃত্যুর বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে লায়লার অফিশিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে তাকে উক্ত দাবি প্রচারের পরবর্তী সময়ে সক্রিয় থাকতে দেখা গেছে।
লায়লার অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল (২৩ নভেম্বর) প্রকাশিত তার কার্যক্রমের একাধিক পোস্ট ও ভিডিও পাওয়া যায়।
এছাড়াও উক্ত পেজ থেকে তাকে গতকাল শনিবার লাইভেও আসতে দেখা গেছে।
অর্থাৎ, লায়লা মারা যাননি৷ তিনি বর্তমানে জীবিত ও সুস্থ অবস্থায় আছেন।
সুতরাং, টিকটকার লায়লা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি গুজব।