সম্প্রতি “সারা দেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি ইইউ।” শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক ‘দ্য ডেইলি স্টার বাংলা’র একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত ফেসবুকের কিছু পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারা দেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি ইইউ শীর্ষক কোনো সংবাদ বা ফটোকার্ড দ্য ডেইলি স্টার প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তা গণমাধ্যমটির ফটোকার্ড এডিট করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি গতকাল ৬ জানুয়ারি দ্য ডেইলি স্টারের প্রকাশিত ফটোকার্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে।
পরবর্তীতে এই তারিখ অনুযায়ী ডেইলি স্টারের পেজে অনুসন্ধান করে এরূপ কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। দ্য ডেইলি স্টার বাংলার ফেসবুক পেজে গতকাল ৬ জানুয়ারির প্রকাশিত ফটোকার্ডগুলি অনুসন্ধান করে সেখানে লাল-সাদা ব্যাকগ্রাউন্ডের দুটি ফটোকার্ড পাওয়া যায়। যার মধ্যে আলোচিত ফটোকার্ডটি নেই। দ্য ডেইলি স্টার এর আসল ফটোকার্ডের সাথে ওই ফটোকার্ডের ফন্টেরও কোনো মিল নেই।
পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ওই ফটোকার্ড সম্পর্কে জানতে চেয়ে রিউমর স্ক্যানার এর পক্ষ থেকে দ্য ডেইলি স্টারের সাথে যোগাযোগ করা হলে ডেইলি স্টারের পক্ষ থেকে ওই ফটোকার্ডটি ভুয়া বলে নিশ্চিত করা হয়।
আমাদের যোগাযোগের খানিকক্ষণ পর ডেইলি স্টার এর ফেসবুক পেজে ওই ফটোকার্ডটিকে ভুয়া চিহ্নিত করে একটি পোস্টও দেওয়া হয়।
এছাড়াও, সারাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি ইইউ শীর্ষক কোনো সংবাদ অন্য কোনো সংবাদমাধ্যমেও পাওয়া যায়নি।
অর্থাৎ, দ্য ডেইলি স্টার বাংলার ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে ওই ভুয়া তথ্যটি প্রচার করা হয়েছে।
সুতরাং, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি ইইউ শীর্ষক ফটোকার্ডটি ভুয়া, এটি দ্য ডেইলি স্টারের প্রকাশিত কোনো ফটোকার্ড নয়।
তথ্যসূত্র
- Rumor Scanner Investigation
- Statement of The Daily Star