বুধবার, অক্টোবর 4, 2023
spot_img

ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফার বেস্ট প্লেয়ার নির্বাচনে ভোট দেননি

সম্প্রতি, ফিফা দ্য বেস্ট ম্যান’স প্লেয়ার অ্যাওয়ার্ড নির্বাচনে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এবং ফ্রান্সের করিম বেনজেমাকে ভোট দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

রোনালদো

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফার বেস্ট প্লেয়ার নির্বাচনে এমবাপ্পে, মদ্রিচ, বেনজেমাকে ভোট দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ফিফা বেস্ট প্লেয়ার নির্বাচনে এবার রোনালদো ভোটই দেননি।

গত ২৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্যারিসে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘FIFA’ কর্তৃক ২০২২ সালের সেরা পুরুষ ফুটবলার হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার আগে সারাবিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক ও কোচসহ সাংবাদিকরা তাদের পছন্দের তিন খেলোয়াড়কে ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে ‘ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড ২০২২‘ পেয়েছেন মেসি। 

Screenshot source: FIFA

প্যারিসে অ্যাওয়ার্ড প্রদানের এই অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এমবাপ্পে, মদ্রিচ, বেনজেমাকে ভোট দিয়েছেন।  

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে ফুটবল বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘Goal’ এর ওয়েবসাইটে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এবার ভোট দেননি। তবে পর্তুগালের অধিনায়কের স্থলে দেশটির প্রতিনিধিত্বকারী হিসেবে ভোট দিয়েছেন জাতীয় দলের আরেক বর্ষীয়ান খেলোয়াড় কেপলার ফেরেইরা (পেপে)। 

পেপে ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ এবং করিম বেনজেমাকে। 

Screenshot source: GOAL

পরবর্তীতে ফিফার ওয়েবসাইটটে পুরো ভোটিং লিস্টটি খুঁজে পাওয়া যায়, যেখানে একই তথ্য (৫ নং পাতায়) উল্লেখ রয়েছে। 

Screenshot source: FIFA

অর্থাৎ, রোনালদো নয়, পর্তুগাল থেকে ভোট দিয়েছেন পেপে। 

মূলত, গত ২৭ ফেব্রুয়ারি ফিফা কর্তৃক ২০২২ সালের সেরা পুরুষ ফুটবলার হিসেবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার আগে বিভিন্ন দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং সাংবাদিকরা তাদের পছন্দের তিন খেলোয়াড়কে ভোট দিয়েছেন। ফেসবুকে দাবি করা হচ্ছে, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এমবাপ্পে, মদ্রিচ, বেনজেমাকে ভোট দিয়েছেন। কিন্তু অনুসন্ধানে জানা যায়, এবার রোনালদো ভোটই দেননি। তার স্থলে পেপে ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ এবং করিম বেনজেমাকে। 

উল্লেখ্য, ফিফা ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ‘ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ নামে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে। এরপর ফরাসি ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবল এবং ফিফা মিলে ব্যালন ডি’অরের মাধ্যমে সেরা ফুটবলারের পুরস্কার দিয়েছিল। পরবর্তীতে ২০১৬ সাল থেকে ফিফা ‘দ্য বেস্ট’ নাম দিয়ে এই পুরস্কারটি দিচ্ছে, যা লিওনেল মেসি সবমিলিয়ে মোট সাতবার এই পুরস্কার পেয়েছেন।

সুতরাং, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ফিফার ২০২২ সালের সেরা পুরুষ ফুটবলার নির্বাচনে এমবাপ্পে, মদ্রিচ, বেনজেমাকে ভোট দিয়েছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img