“করোনামুক্তিতে ডেটল খাওয়ালেন চার্চের পাস্তুর, ৫৯ জনের মৃত্যু” শীর্ষক একটি সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, করোনা ঠেকাতে চার্চের ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যুর সংবাদটি গুজব।
কেনিয়ান রিপোর্ট নামের একটি পোর্টালের প্রতিবেদনের বরাতে উক্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। তবে অনুসন্ধানে করোনার জন্য ডেটল পান করে ৫৯ জনের মৃত্যুর সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং দেখা যায় ঐ সংবাদের সাথে যে ছবি ব্যবহার করা হয়েছে সেটি ২০১৬ সালের পুরোনো ছবি। মূলত পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে করোনার সাথে জুড়িয়ে প্রচার করা হয়েছে। যে প্যাস্টরের নাম ও ছবি ৫৯ জনের মৃত্যুর ভুয়া খবরটিতে ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে অতীতে রোগ নিরাময়ে ডেটল খাওয়ানোর অভিযোগের প্রতিবেদন পাওয়া যায়। তবে ঔ ডেটল পান করার পুরোনো ঘটনার সাথে ৫৯ জনের মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তাই ৫৯ জনের মারা যাওয়ার বিষয়টি ভুয়া।
সুতরাং, করোনা থেকে বাঁচতে ডেটল পান করে ৫৯ জনের মৃত্যুর সংবাদটি গুজব।