সম্প্রতি, ‘খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই’ শীর্ষক একটি মন্তব্য বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই’ শীর্ষক মন্তব্যটি ড. মুহাম্মদ ইউনূস করেননি বরং সূত্রহীনভাবে উক্ত মন্তব্যটি তার নামে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানের মাধ্যমে দেখা যায়, গত ০৬ জুন রাত ১টা ০৪ মিনিটে ‘Md jashim uddin’ (আর্কাইভ) নামের একটি ফেসবুক পেজ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রথম প্রচার করা হয়।
উক্ত পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। তবে পোস্টটিতে বক্তব্য দেওয়া অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি সংযুক্ত করা হয়েছে। সে ছবি রিভার্স ইমেজ সার্চ করে, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এর ওয়েবসাইটে গত ০৩ মার্চ ‘Governments should focus on creating entrepreneurs, not job seekers: Professor Yunus’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি গত ২৭ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ আসামের স্বায়ত্বশাসিত বোডোল্যান্ড অঞ্চলের প্রশাসনিক সদর দপ্তর কোকরাঝারে অনুষ্ঠিত বোডোল্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে দেওয়া সময় ধারণকৃত।
তবে উক্ত প্রতিবেদনে ‘খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই’ শীর্ষক মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, উক্ত ফেসবুক পোস্টকারী মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত আলোচিত মন্তব্যটির সূত্র জানতে চেয়ে যোগাযোগ করা হলে কোনো প্রত্যুত্তর না দিয়েই ব্লক করে দেওয়া হয়।
অর্থাৎ, অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করে এবং সূত্রহীন ভাবে একটি ফেসবুক পেজ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে উদ্বৃত্ত দিয়ে আলোচিত মন্তব্যটি গত ০৬ জুন প্রথম প্রচার করা হয়।
তাছাড়া বিভিন্ন পদ্ধতিতে অনুসন্ধান চালিয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা এমন কোনো মক্তব্য ওপেন সোর্সে খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি জানায়, ‘এটি সম্পূর্ণ ভুয়া। অধ্যাপক ইউনূস কখনো এ ধরনের কথা বলেননি।’
মূলত, বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ‘খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমন মন্তব্য ড. ইউনূস করেননি। বরং গত ০৬ জুন ‘Md jashim uddin’ নামের একটি ফেসবুক পেজ থেকে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করে এবং সূত্রহীনভাবে ড. ইউনূসকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রথম প্রচার করা হয় এবং পরবর্তীতে তা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এছাড়া ইউনূস সেন্টারের সাথে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠাটি জানায়, এটি সম্পূর্ণ ভুয়া।
সুতরাং, ‘খালি মাঠে বসে গোল আর দেওয়ার সুযোগ নেই’ শীর্ষক মন্তব্যটি ড. মুহাম্মদ ইউনূস করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Analysis of Rumor Scanner Team.
- UNB – Governments should focus on creating entrepreneurs, not job seekers: Professor Yunus
- Statement of Yunus Centre.