আজ ১৩ জুলাই, “চাদাবাজি কান্ডে এবার পদত্যাগ করলেন কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি” ক্যাপশনে একটি দাবি ফেসবুকে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা পদত্যাগ করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম মূলধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফের সাথে যোগাযোগ করে। তিনি জানান, আলোচিত দাবিটি ভুয়া।
এছাড়াও, এ বিষয়ে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনিও আলোচিত দাবিটি ভুয়া নিশ্চিত করে বলেন, “আমি পদেই আছি।”
সুতরাং, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement of Abdullah Al Maruf, Comilla Correspondent, Bangla Tribune
- Statement of Nahid Rana, President, Comilla Metropolitan Chhatradal
- Rumor Scanner’s analysis