সম্প্রতি, কেমব্রিজ ডিকশনারির ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের ভিত্তিতে কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর কিউ (Q বা q) অক্ষরটি সরিয়ে ফেলা হবে দাবিতে দেশের কতিপয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে৷

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যমুনা টিভি, জাগো নিউজ, ইনকিলাব।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কেমব্রিজ ডিকশনারি থেকে কিউ (Q বা q) অক্ষরটি সরিয়ে ফেলা হবে দাবিটি সঠিক নয় বরং, গত ০১ এপ্রিল ‘এপ্রিল ফুল’ উদযাপনের অংশ হিসেবে কেমব্রিজ ডিকশনারির ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং কমেন্টে এটি এপ্রিল ফুল বলে জানিয়ে দেওয়া হয়। তবে বিষয়টি সত্য দাবিতে গণমাধ্যমে প্রচার হওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে অনুসন্ধানে Cambridge Dictionary এর ফেসবুক পেজে গত ০১ এপ্রিল প্রকাশিত আলোচিত পোস্টটির কমেন্ট বক্স পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পোস্টে মন্তব্যকারীদের পেজের পক্ষ থেকে রিপ্লাইয়ে ‘hi! Follow this link!’ বাক্যযুক্ত একটি লিংক দেওয়া হচ্ছে। উক্ত লিংকে ক্লিক করা হলে ‘April Fool’s Day’ লিখিত একটি পাতায় নিয়ে যায়।

তাছাড়া, একই পোস্টের বেশ কিছু কমেন্টে বিষয়টি এপ্রিল ফুল জানিয়ে মন্তব্য করা হয় পেজের এডমিনের পক্ষ থেকে।
সুতরাং, ‘এপ্রিল ফুল’ উপলক্ষে কেমব্রিজ ডিকশনারির ফেসবুক পেজ থেকে মজার ছলে করা পোস্টকে সত্য দাবিতে সংবাদ প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Cambridge Dictionary – Facebook Post