সম্প্রতি ‘এম্বুলেন্স ভাড়া না থাকায় ৯ ঘণ্টায় ১১০ কিলোমিটার ঠাকুরগাঁ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে এসেছে তারেক ইসলাম নামে এক বাবা’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সাম্প্রতিক ঘটনা দাবিতে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মের প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২১ সালের পুরোনো একটি ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক The Business Standard এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৯ এপ্রিল ‘Helpless rickshaw puller pedals 9 hours straight to take sick daughter to hospital’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে এসেছেন তারেক ইসলাম নামে এক বাবা। ২০২১ সালের ১৭ এপ্রিল রিকশাচালক তারেক ইসলাম তার সন্তানকে নিয়ে সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ১১০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে রংপুরে পৌঁছান । রাস্তায় আসতে আসতে তার রিকশায় সমস্যা দেখা দেয়। পরে এক অটোচালক বাচ্চার সমস্যার কথা জেনে তাকে প্রায় ১০ কিলোমিটার পথ এগিয়ে দিয়েছে। কিন্তু গন্তব্যে পৌঁছার জন্য বাধ্য হয়ে দুই-তিন কিলোমিটার রাস্তা রিকশাটা ঠেলে নিয়ে আসেন। পথিমধ্যে আরেকটা গাড়ি তাকে মেডিকেল পৌঁছানোর জন্য সহযোগিতা করেন। প্রায় নয় ঘণ্টা পর বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসে পৌঁছান।
পরবর্তীতে, অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট এর ওয়েবসাইটে ২০২১ সালের ১৭ এপ্রিল ‘৯ ঘণ্টা রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, প্রচারিত ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় বাবা ৯ ঘণ্টা রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুরে অসুস্থ সন্তানকে হাসপাতালে নিয়ে এসেছে দাবিতে পুরোনো ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- The Business Standard – Helpless rickshaw puller pedals 9 hours straight to take sick daughter to hospital
- Dhaka Post – ৯ ঘণ্টা রিকশা চালিয়ে সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা