শনিবার, মে 24, 2025

ভারতের কাশ্মীরে জঙ্গি অভিযানের নামে মুসলমান হত্যা দাবিতে পুরোনো বন্দুকযুদ্ধের ভিডিও প্রচার 

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয় এবং আরও অনেকে আহত হয়। উক্ত হামলাকে কেন্দ্র করে ভারতে উত্তেজনা বেড়েছে। এরই প্রেক্ষিতে ‘একটু আগে কা’শ্মী’রে এ বাড়িতে জ*’ঙ্গি অভিযানের নামে নারী-পুরুষ সবাই শ*’হী’দ করে দেয় হি’ন্দু’ত্ব’বাদী প্রশাসন! মহান রব আমাদের মুসলমান ভাইদের হেফাজত করুন’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় প্রশাসন কর্তৃক জঙ্গি অভিযানের নামে একটি মুসলমান বাড়ির নারী-পুরুষ সবাইকে হত্যা কোনো ঘটনার নয় বরং, ২০২১ সালে ভারতের কোকেরনাগ এলাকায় একটি জঙ্গি সংগঠন ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Excelsior News এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১২ মে ‘Kokernag Encounter: Militants Made Abortive Bid To Escape Before Being Killed’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। 

পরবর্তীতে, একই বিষয়ে ভারতীয় গণমাধ্যম India Today এর ওয়েবসাইটে ২০২১ সালের ১১ মে ‘3 Lashkar-e-Taiba militants killed in encounter in South Kashmir’s Anantnag district’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১১ মে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার ভাইলুতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন লস্কর-ই-তৈয়বা জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে যে লস্কর-ই-তৈয়বার সাথে যুক্ত তিন জঙ্গি আটকা পড়েছে এবং পরে সংঘর্ষে নিহত হয়েছে। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। 

সুতরাং, ভারতের কাশ্মীরে সম্প্রতি জঙ্গি অভিযানের নামে মুসলমান হত্যা দাবিতে জঙ্গি সংগঠন ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img