অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয় জানিয়ে ফেসবুকে পোস্ট দেন এক গণমাধ্যম কর্মী। বাবার ঠিকাদারি লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করে ‘বাবার ভুলের জন্য’ নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ক্ষমা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই প্রেক্ষিতে সম্প্রতি ‘বাবার কারনেই ফেঁসে গেল আসিফ মাহমুদ কোটি কোটি লুটপাটের দায় গ্রেফতার হয়েছে’ শীর্ষক শিরোনামে গ্রেফতারকৃত আসিফ মাহমুদের কথিত একটি ছবি ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ গ্রেফতার শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, ভিন্ন ব্যক্তির পুরোনো ছবিকে সম্পাদনা করে উক্ত ছবি থাম্বনেইলে ব্যবহার করে ভুয়া দাবির এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে একজন ব্যক্তি ক্যামেরার সামনে উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা ও আসিফের পিএসের বিষয়ে এবং রাজনৈতিক দল এনসিপি ও অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকান্ড নিয়ে মন্তব্য প্রকাশ করছেন। ভিডিওতে কোথাও উপদেষ্টা আসিফ মাহমুদের গ্রেফতারের বিষয় নিয়ে কথা বলা বা দৃশ্য দেখানো হয়নি, কেবল ভিডিও থাম্বনেইলে গ্রেফতারকৃত আসিফ মাহমুদের একটি ছবি দেখা গেছে।
উক্ত ছবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম যায়যায়দিন এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ‘ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে থাকা ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবিতে লাল টি-শার্ট পরিহিত ব্যক্তির অবস্থান, তার দুপাশে থাকা দুজন র্যাব সদস্য এবং পেছনে ‘সিপিসি-২, পাবনা’ লিখা কালো ব্যানারের সাথে আলোচিত ছবির মিল রয়েছে। মূলত, লাল টি-শার্ট পরিহিত ব্যক্তির মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মুখমণ্ডলের ছবি প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার মন্ডতোষ ইউপি’র দিয়ারপাড়ার গ্রামের ডাবলুর পুত্র মাদক ব্যবসায়ী শাহিন আলমকে (২০) ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছে র্যাব-১২-এর একটি চৌকষ দল।
পরবর্তীতে, একই বিষয়ে গণমাধ্যম বিজনেস বাংলাদেশের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ‘পাবনায় ২শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি ও তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ছবিটি সম্পাদিত।
এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে তার গ্রেফতার হওয়ার কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গ্রেফতার দাবিতে সম্পাদিত ছবির মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- যায়যায়দিন – ভাঙ্গুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বিজনেস বাংলাদেশ – পাবনায় ২শ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার