সম্প্রতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে ছেলেদের ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে এ গ্রুপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যম এবং ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন একাত্তর টিভি (ইউটিউব), রাইজিং বিডি।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়নি বরং উক্ত গ্রুপে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে।
অনুসন্ধানের শুরুতে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট Cricbuzz এ ইমার্জিং এশিয়া কাপের পয়েন্ট টেবিল পর্যবেক্ষণ করে এ গ্রুপে বাংলাদেশ রানার্সআপ ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে অধিকতর অনুসন্ধানের স্বার্থে গণমাধ্যমের দাবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, একাত্তর টিভি তাদের ফেসবুক পেজে আলোচিত তথ্যটি প্রকাশ করে গতকাল (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে এবং রাইজিং বিডি এ বিষয়ে তাদের প্রতিবেদন সর্বশেষ আপডেট করে সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে।
সে সময় পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান কত ছিল সে বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের খেলা (আফগানিস্তানের বিপক্ষে) শুরু হয় গতকাল সকাল সাড়ে দশটায়। শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু পরে।
আফগানদের হারিয়ে বাংলাদেশ নিজেদের গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে। তবে সেসময় একই গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও ওমানের খেলা চলছিল। তাই এটি চূড়ান্ত পয়েন্ট টেবিল ছিল না।
রাতে শ্রীলঙ্কা ও ওমানের মধ্যকার ম্যাচটি শেষ হওয়ার পর (শ্রীলঙ্কা জয় পায়) টিভি স্ক্রিনে দেখা যায়, শ্রীলঙ্কা বাংলাদেশের সমান জয় পেলেও নেট রান রেটে শ্রীলঙ্কা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দেশটি। অন্যদিকে বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকায় রানার্সআপ হিসেবে সেমিফাইনালে গিয়েছে।
অর্থাৎ, চূড়ান্ত পয়েন্ট টেবিল নির্ধারণের পূর্বেই কতিপয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশ নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।
মূলত, গত ১৮ জুলাই এসিসি ম্যানস ইমার্জিং এশিয়া কাপ-২০২৩ এ বাংলাদেশ দল গ্রুপ ‘এ’ থেকে আফগানিস্তানের সাথে জয়লাভ করায় সেমিফাইনালে উঠে। সেসময় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছিল শ্রীলঙ্কা ও ওমান। এই ম্যাচ শেষ হওয়ার পূর্বেই বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন দাবি করা হয় কতিপয় গণমাধ্যমে। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেসময় বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও পরবর্তীতে গ্রুপের শেষ ম্যাচ শেষ হওয়ার পর টেবিলের শীর্ষে উঠে আসে শ্রীলঙ্কা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বাংলাদেশ হয় রানার্সআপ।
সুতরাং, এসিসি ম্যানস ইমার্জিং এশিয়া কাপ-২০২৩ এ বাংলাদেশ দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শীর্ষক একটি কতিপয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।